নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ৩০ লাখ শহীদ নিয়ে যারা প্রশ্ন তোলে, সেদিনের (মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞের) দৃশ্য তারা দেখেনি। আজ শুক্রবার ‘২৫ মার্চ ১৯৭১ প্রতিরোধের প্রথম ব্যারিকেড' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, খুব শিগগিরই ২৫ মার্চের হত্যাযজ্ঞ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, আমরা দেখেছি গ্রামের পর গ্রাম কুকুর ছাড়া কোনো মানুষ নেই। পাক বাহিনী নদীতে বইঠা বাওয়ার শব্দ শুনলেই গুলি করত। আমরা এ জন্য নদী পাড়ি দেওয়ার সময় নৌকায় বইঠা ব্যবহার করতাম না। হাত দিয়ে নৌকা টেনে নিয়ে যেতাম। তখন আমাদের হাতে কত যে মানুষের লাশ লেগেছে, তার কোনো হিসাব নেই। সেদিনগুলোর সেই নৃশংসতা, নির্মমতা দেখেনি বলেই আজ অনেকে ৩০ লাখ নিয়ে প্রশ্ন তোলে।
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল ফার্মগেটে প্রথম মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেড দেওয়ার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, আমার এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের ওপর ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার রাস্তায় পরিখা খননের নির্দেশ এসেছিল। কিন্তু আমরা সেটা পারিনি। পরিখার বদলে আমরা ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নেই ৷ ২৫ মার্চ বিকেল চারটা থেকে আমরা শুরু করেছিলাম। যার যা কিছু আছে তা দিয়েই আমরা ব্যারিকেড দিলাম। এরপর ফার্মগেটের গাছ দুটোও কেটে দিলাম।
এটিই মুক্তিযুদ্ধের সময়ে প্রথম প্রতিরোধ বলে জানান মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ২৫ মার্চ পাক হানাদার বাহিনী যে আক্রমণ চালিয়েছিল, তা ছিল সুপরিকল্পিত। নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ হয়েছিল, যারা জানত না এ রকম কিছু ঘটতে পারে। এটা তো অবশ্যই গণহত্যা ৷ এই ইতিহাস পরবর্তী প্রজন্মের অবশ্যই সঠিকভাবে জানা উচিত। প্রত্যক্ষদর্শী যারা এখনো বেঁচে আছেন, তাদের যে খণ্ড খণ্ড তথ্যগুলো আমাদের দিচ্ছেন, সেগুলো লিপিবিদ্ধ হওয়া উচিত
সভার মুখ্য আলোচক ক্র্যাক প্লাটুন কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো ৷ এর মানেই ছিল আমরা যেন বাধা দিই, ব্যারিকেড দিই ৷ সেটাই ২৫ মার্চে ফার্মগেটে ব্যারিকেড দেওয়ার মাধ্যমে আমরা করেছিলাম।
মায়া জানান, পাকিস্তানি বাহিনী ট্যাংক দিয়ে সব গুঁড়িয়ে দেবে, এভাবে গণহত্যা চালাবে তা বাংলার মানুষ ভাবতেও পারেনি ৷
সভায় ইতিহাসবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুনতাসীর মামুন জানান, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ নয়, বরং আরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। একই ভাবে ২ লাখ নয়, বরং ৫ থেকে ৭ লাখ নারীকে নির্যাতন করা হয়েছিল ৷
সভায় বক্তারা বলেন, গণহত্যার ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলে সঠিক ইতিহাসটা মানুষ জানতে পারছে ৷ শিশু কিশোরদের পাঠ্যবইয়ে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরার দাবি জানান বক্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ৩০ লাখ শহীদ নিয়ে যারা প্রশ্ন তোলে, সেদিনের (মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞের) দৃশ্য তারা দেখেনি। আজ শুক্রবার ‘২৫ মার্চ ১৯৭১ প্রতিরোধের প্রথম ব্যারিকেড' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, খুব শিগগিরই ২৫ মার্চের হত্যাযজ্ঞ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, আমরা দেখেছি গ্রামের পর গ্রাম কুকুর ছাড়া কোনো মানুষ নেই। পাক বাহিনী নদীতে বইঠা বাওয়ার শব্দ শুনলেই গুলি করত। আমরা এ জন্য নদী পাড়ি দেওয়ার সময় নৌকায় বইঠা ব্যবহার করতাম না। হাত দিয়ে নৌকা টেনে নিয়ে যেতাম। তখন আমাদের হাতে কত যে মানুষের লাশ লেগেছে, তার কোনো হিসাব নেই। সেদিনগুলোর সেই নৃশংসতা, নির্মমতা দেখেনি বলেই আজ অনেকে ৩০ লাখ নিয়ে প্রশ্ন তোলে।
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল ফার্মগেটে প্রথম মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেড দেওয়ার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, আমার এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের ওপর ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার রাস্তায় পরিখা খননের নির্দেশ এসেছিল। কিন্তু আমরা সেটা পারিনি। পরিখার বদলে আমরা ব্যারিকেড দেওয়ার সিদ্ধান্ত নেই ৷ ২৫ মার্চ বিকেল চারটা থেকে আমরা শুরু করেছিলাম। যার যা কিছু আছে তা দিয়েই আমরা ব্যারিকেড দিলাম। এরপর ফার্মগেটের গাছ দুটোও কেটে দিলাম।
এটিই মুক্তিযুদ্ধের সময়ে প্রথম প্রতিরোধ বলে জানান মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ২৫ মার্চ পাক হানাদার বাহিনী যে আক্রমণ চালিয়েছিল, তা ছিল সুপরিকল্পিত। নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ হয়েছিল, যারা জানত না এ রকম কিছু ঘটতে পারে। এটা তো অবশ্যই গণহত্যা ৷ এই ইতিহাস পরবর্তী প্রজন্মের অবশ্যই সঠিকভাবে জানা উচিত। প্রত্যক্ষদর্শী যারা এখনো বেঁচে আছেন, তাদের যে খণ্ড খণ্ড তথ্যগুলো আমাদের দিচ্ছেন, সেগুলো লিপিবিদ্ধ হওয়া উচিত
সভার মুখ্য আলোচক ক্র্যাক প্লাটুন কমান্ডার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো ৷ এর মানেই ছিল আমরা যেন বাধা দিই, ব্যারিকেড দিই ৷ সেটাই ২৫ মার্চে ফার্মগেটে ব্যারিকেড দেওয়ার মাধ্যমে আমরা করেছিলাম।
মায়া জানান, পাকিস্তানি বাহিনী ট্যাংক দিয়ে সব গুঁড়িয়ে দেবে, এভাবে গণহত্যা চালাবে তা বাংলার মানুষ ভাবতেও পারেনি ৷
সভায় ইতিহাসবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুনতাসীর মামুন জানান, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ নয়, বরং আরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। একই ভাবে ২ লাখ নয়, বরং ৫ থেকে ৭ লাখ নারীকে নির্যাতন করা হয়েছিল ৷
সভায় বক্তারা বলেন, গণহত্যার ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলে সঠিক ইতিহাসটা মানুষ জানতে পারছে ৷ শিশু কিশোরদের পাঠ্যবইয়ে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরার দাবি জানান বক্তারা।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৯ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে