Ajker Patrika

বিএনপির ৬ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনকারীকে জরিমানা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৯: ৫৯
ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপির ছয় আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আবেদনকারী এবং তাঁর আইনজীবী উপস্থিত না থাকায় আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনকারী দীর্ঘদিন উপস্থিত না থাকায় তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আর জরিমানার টাকা আগামী তিন সপ্তাহের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দিতে বলা হয়েছে।

ছয় আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাবেক সভাপতি (বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় বিএনপির সাত আইনজীবীর বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করা হয়। আইনজীবী নাজমুল হুদার পক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথি ওই আবেদন করেন। পরে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

সাতজনের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা যাওয়ায় এই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত