Ajker Patrika

গুলশান থেকে অপহৃত ব্যবসায়ী ফিরে এলেন, আটক ১

আজকের পত্রিকা ডেস্ক­
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার গুলশান-২ এলাকার ডিসিসি মার্কেট থেকে অপহরণ হওয়া আবাসন ব্যবসায়ী আইয়ুব খান ফিরে এসেছেন। অপহরণকারীদের কাছ থেকে নিজেকে রক্ষা করে বাড়ি ফিরেছেন তিনি।

আজ মঙ্গলবার রাতে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে একজন আটক করেছে।

এর আগে আজ মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ব্যক্তিগত কাজে গুলশানে আসা আবাসন ব্যবসায়ী আইয়ুব খান ডিসিসি মার্কেটের সামনে তাঁর গাড়িতে ওঠার সময় অপহরণকারীরা তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, ‘অপহরণের আগে ওই ব্যবসায়ীর গাড়িচালককে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয় কয়েকজন। এরপর ব্যবসায়ীকে নিয়ে তারই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে অপহরণকারীরা। আমরা রিপন নামের এক সন্দেহভাজনকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছি।’

ব্যবসায়ীর অংশীদার তানজির রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আইয়ুব খানের মোবাইলে যোগাযোগ করেন। সেই ফোন ধরেই অপহরণকারীরা প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তারা ৫ লাখ টাকায় নেমে আসে।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবসায়ীকে নিরাপদে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখে। রাত ৯টার দিকে কৌশলে অপহরণকারীদের হাত থেকে ফিরে আসেন আইয়ুব খান। এই ঘটনায় গুলশান থানায় ভুক্তভোগীর পরিবার একটি অভিযোগ করেছেন। তবে এখনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত