নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে দুই বছরের শিশুপুত্রসহ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীসংলগ্ন আমিনবাজারের বরদেশী এলাকার রুপালি সৈকত হাউজিং থেকে আজ সোমবার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
যাঁদের লাশ উদ্ধার হয়েছে তাঁরা হলেন ফুয়াদ ইসলাম (৫৪) এবং তাঁর দুই বছরের ছেলে আশিকুর রহমান।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
পুলিশ জানায়, ফুয়াদ ইসলামের বাড়ি ফরিদপুরে। বেশ কয়েক বছর ধরে তিনি রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করে আসছিলেন। বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে দুই বছরের শিশুপুত্র আশিকুর রহমানকে রেখে তাঁর স্ত্রী অন্যত্র চলে যান। এরপরে তিনি বাড়ির পাশে একটি গরুর খামার গড়ে তোলেন। জয় নামে এক যুবক খামারটি দেখভাল করতেন।
স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে খামারের পাশেই তাঁরা ফুয়াদ ইসলাম ও আশিকুরের লাশ পড়ে থাকতে দেখেন। ফুয়াদের শরীরে বেশ কিছু কোপের দাগ ছিল। বাবার পাশেই পড়েছিল তাঁর শিশুপুত্রের লাশের খণ্ড খণ্ড অংশ। লাশে পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি তাঁরা সাভার থানাকে জানালে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। এরপর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘পিতা-পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খামারের দেখভালের দায়িত্বে থাকা জয় পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ঢাকার সাভারে দুই বছরের শিশুপুত্রসহ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীসংলগ্ন আমিনবাজারের বরদেশী এলাকার রুপালি সৈকত হাউজিং থেকে আজ সোমবার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
যাঁদের লাশ উদ্ধার হয়েছে তাঁরা হলেন ফুয়াদ ইসলাম (৫৪) এবং তাঁর দুই বছরের ছেলে আশিকুর রহমান।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
পুলিশ জানায়, ফুয়াদ ইসলামের বাড়ি ফরিদপুরে। বেশ কয়েক বছর ধরে তিনি রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করে আসছিলেন। বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে দুই বছরের শিশুপুত্র আশিকুর রহমানকে রেখে তাঁর স্ত্রী অন্যত্র চলে যান। এরপরে তিনি বাড়ির পাশে একটি গরুর খামার গড়ে তোলেন। জয় নামে এক যুবক খামারটি দেখভাল করতেন।
স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে খামারের পাশেই তাঁরা ফুয়াদ ইসলাম ও আশিকুরের লাশ পড়ে থাকতে দেখেন। ফুয়াদের শরীরে বেশ কিছু কোপের দাগ ছিল। বাবার পাশেই পড়েছিল তাঁর শিশুপুত্রের লাশের খণ্ড খণ্ড অংশ। লাশে পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি তাঁরা সাভার থানাকে জানালে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। এরপর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘পিতা-পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খামারের দেখভালের দায়িত্বে থাকা জয় পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে