নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘যেই শার্টটা ৩০০ টাকায় কিনলাম, এইটা শোরুমে গেলে হাজারের নিচে পাইতাম না। শার্টের গায়ে তো ফুটপাত বা শোরুম লেখা নাই। তাইলে বেশি দাম দিয়া শোরুম হাঁকানোর দরকার কী?’
রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতে গতকাল শুক্রবার ঈদের কেনাকাটা করতে আসা তরুণ আসাদুর রহমান এভাবেই জানালেন তাঁর অভিজ্ঞতা।
আসাদুর জানান, পড়াশোনার পাট চুকলেও এখনো চাকরি জোটেনি। কয়েকটা টিউশনি করে নিজের খরচ চালান। গ্রামের বাড়িতেও পাঠাতে হয় কিছু টাকা। ঈদে পরিবারের সদস্যদের জন্য সামান্য হলেও কিছু নিতে হবে। তাই বিপণিবিতানের দিকে না গিয়ে ফুটপাত থেকে কিনছেন সবকিছু।
আসাদুরের মতো সাধ আর সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা সারতে অনেকে বিপণিবিতান ছেড়ে ঝুঁকছেন ফুটপাতের দিকে। সেখানকার বিক্রেতারা জানান, ১০ রোজার পর থেকে জমে উঠেছে বেচাকেনা। সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত মোড় ও নিউমার্কেটের আশপাশ এলাকায় বসেছে ১ হাজারের বেশি অস্থায়ী দোকান। কেউ চৌকি পেতে, কেউ কাঠের টেবিল বা ভ্যানের ওপর, কেউ হ্যাঙ্গারে ঝুলিয়ে; আবার কেউ চাদর বিছিয়ে পসরা সাজিয়েছেন। জামা, জুতা, ব্যাগ, প্রসাধনীসহ ঈদের প্রয়োজনীয় সবকিছু মিলছে সেখানে।
গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাতে জুতার দরদাম করছিলেন সাবিকুন নাহার। তিনি বলেন, ‘শোরুমে ঢুকলেই বিশাল একটা দাম বলে। দরদাম করতেও লজ্জা পাইতে হয়। এর চেয়ে ফুটপাতই ভালো। এখানেও শুরুতে দাম বেশি বলে; কিন্তু দরদাম কইরা অর্ধেকের কমে নামানো যায়।’
নিউমার্কেট এলাকার অস্থায়ী দোকান ঘুরে দেখা যায়, মেয়েদের থ্রি-পিস ৩৫০ থেকে ৭০০, টপস ও কুর্তি ২৫০ থেকে ৫০০, পার্টি ড্রেস বা গাউন ৬০০ থেকে ১ হাজার ৫০০, স্যান্ডেল ও জুতা ১৫০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য ডেনিম (জিনস) প্যান্ট ১৫০ থেকে ৪০০, গেঞ্জির সেট ২০০ থেকে ৪০০, ফ্রক ২৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হতে দেখা যায়। রাজধানীর ইসলামপুর, টঙ্গী ও সদরঘাটের বিভিন্ন পাইকারি বাজার থেকে এসব আনা হয়েছে বলে জানান বিক্রেতারা।
গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাতের ব্যবসায়ী তারেক মোল্লা বলেন, ‘শোরুমের মাল আর আমগো মালে তফাত নাই। ওগো শোরুম ভাড়া, কারেন্ট বিল দেওন লাগে। আমরা এই দিক দিয়া ফ্রি। কিন্তু আমগোও খরচ আছে। কাস্টমাররা সেইটা বুঝতে চায় না। তারা পারলে ফ্রিতে নিতে চায়।’
ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীরা জানান, চাঁদরাত পর্যন্ত চলবে ফুটপাতের বিকিকিনি। এরপর ঘরে ফিরবেন এই অস্থায়ী ব্যবসায়ীরা।
‘যেই শার্টটা ৩০০ টাকায় কিনলাম, এইটা শোরুমে গেলে হাজারের নিচে পাইতাম না। শার্টের গায়ে তো ফুটপাত বা শোরুম লেখা নাই। তাইলে বেশি দাম দিয়া শোরুম হাঁকানোর দরকার কী?’
রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতে গতকাল শুক্রবার ঈদের কেনাকাটা করতে আসা তরুণ আসাদুর রহমান এভাবেই জানালেন তাঁর অভিজ্ঞতা।
আসাদুর জানান, পড়াশোনার পাট চুকলেও এখনো চাকরি জোটেনি। কয়েকটা টিউশনি করে নিজের খরচ চালান। গ্রামের বাড়িতেও পাঠাতে হয় কিছু টাকা। ঈদে পরিবারের সদস্যদের জন্য সামান্য হলেও কিছু নিতে হবে। তাই বিপণিবিতানের দিকে না গিয়ে ফুটপাত থেকে কিনছেন সবকিছু।
আসাদুরের মতো সাধ আর সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা সারতে অনেকে বিপণিবিতান ছেড়ে ঝুঁকছেন ফুটপাতের দিকে। সেখানকার বিক্রেতারা জানান, ১০ রোজার পর থেকে জমে উঠেছে বেচাকেনা। সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত মোড় ও নিউমার্কেটের আশপাশ এলাকায় বসেছে ১ হাজারের বেশি অস্থায়ী দোকান। কেউ চৌকি পেতে, কেউ কাঠের টেবিল বা ভ্যানের ওপর, কেউ হ্যাঙ্গারে ঝুলিয়ে; আবার কেউ চাদর বিছিয়ে পসরা সাজিয়েছেন। জামা, জুতা, ব্যাগ, প্রসাধনীসহ ঈদের প্রয়োজনীয় সবকিছু মিলছে সেখানে।
গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাতে জুতার দরদাম করছিলেন সাবিকুন নাহার। তিনি বলেন, ‘শোরুমে ঢুকলেই বিশাল একটা দাম বলে। দরদাম করতেও লজ্জা পাইতে হয়। এর চেয়ে ফুটপাতই ভালো। এখানেও শুরুতে দাম বেশি বলে; কিন্তু দরদাম কইরা অর্ধেকের কমে নামানো যায়।’
নিউমার্কেট এলাকার অস্থায়ী দোকান ঘুরে দেখা যায়, মেয়েদের থ্রি-পিস ৩৫০ থেকে ৭০০, টপস ও কুর্তি ২৫০ থেকে ৫০০, পার্টি ড্রেস বা গাউন ৬০০ থেকে ১ হাজার ৫০০, স্যান্ডেল ও জুতা ১৫০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য ডেনিম (জিনস) প্যান্ট ১৫০ থেকে ৪০০, গেঞ্জির সেট ২০০ থেকে ৪০০, ফ্রক ২৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হতে দেখা যায়। রাজধানীর ইসলামপুর, টঙ্গী ও সদরঘাটের বিভিন্ন পাইকারি বাজার থেকে এসব আনা হয়েছে বলে জানান বিক্রেতারা।
গাউছিয়া মার্কেটের সামনের ফুটপাতের ব্যবসায়ী তারেক মোল্লা বলেন, ‘শোরুমের মাল আর আমগো মালে তফাত নাই। ওগো শোরুম ভাড়া, কারেন্ট বিল দেওন লাগে। আমরা এই দিক দিয়া ফ্রি। কিন্তু আমগোও খরচ আছে। কাস্টমাররা সেইটা বুঝতে চায় না। তারা পারলে ফ্রিতে নিতে চায়।’
ফুটপাতের অস্থায়ী ব্যবসায়ীরা জানান, চাঁদরাত পর্যন্ত চলবে ফুটপাতের বিকিকিনি। এরপর ঘরে ফিরবেন এই অস্থায়ী ব্যবসায়ীরা।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে