নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুর্ঘটনার পর টানা কয়েক দিন বন্ধ ছিল এ ক্যাম্পাস। মাঝখানে কয়েক দিন ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি শ্রেণি কার্যক্রম।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগে