নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
কঠোর লকডাউনের পঞ্চম দিন রাজধানীর বনানীতে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এমনটি দেখা গেছে। বনানীতে গিয়ে দেখা যায়, এয়ারপোর্টের দিক থেকে যেসব গাড়ি মহাখালীর দিকে যাচ্ছিল, চেকপোস্টের আগে সবগুলোকে আলাদা লেন করে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শুধু অ্যাম্বুলেন্সের চালকদের জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দিতে দেখা যায়। তবে অন্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সগুলোও নির্ধারিত লেন দিয়ে চেকপোস্ট পার হতে হয়। প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরোহীদের পরিচয়পত্র যাচাই করা হয়। ফলে নৌবাহিনীর প্রধান কার্যালয়ের পর থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বনানীর এই যানজটে আটকা পড়েন আমিনুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন থাকলেও এখানে ২৫ মিনিট ধরে আটকা আছি। পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ায় কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না।’
কঠোর লকডাউনের মধ্যে সড়ক একেবারেই ফাঁকা থাকায় হাতে কম সময় নিয়ে মতিঝিলে যেতে মানিকদী বাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বনানীতে এসে আটকে গেলাম। এখন অফিসে যেতে দেরি হয়ে যাবে। কঠোর লকডাউনের মধ্যেও এমন জ্যাম শুধু ঢাকাতেই দেখা সম্ভব।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন চলছে। এই সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারছেন। এবারের লকডাউন কার্যকরে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৬ ঘণ্টা আগে