নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতে আন্দোলনরত সমর্থকেরা আজ বুধবার (২১ মে) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেছেন। সন্ধ্যা নাগাদ মৎস্য ভবন মোড় থেকে তাঁরা আগামীকাল বৃহস্পতিবারও (২২ মে) একই স্থানে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইশরাক হোসেন নির্দেশ দিয়েছেন, ‘যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’
আজ বেলা ১১টা থেকে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকেল ৪টায় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে ইশরাকের শপথ ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।
আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি থেকে নির্বাচিত ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু। তিনি বলেন, আগামীকালও নগর ভবন, হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও কাকরাইলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁদের ঘোষণা অনুযায়ী, গতকাল সকাল ১০টা থেকে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। এতে শাহবাগ এলাকা, কাকরাইল, হাইকোর্ট এলাকা, যমুনাসহ ঢাকার একাংশ অচল হয়ে পড়ে।
আন্দোলনরত নেতা-কর্মীরা বলছেন, সরকার এখনো শপথ নিয়ে টালবাহানা করছে। তাঁরা স্পষ্ট বলে দিতে চান, তাঁদের দাবি আদায় না হলে পরে আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনকারীরা তাঁদের দাবির তালিকায় নতুন করে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও যোগ করেছেন। তাঁরা বলেন, ‘শুধু শপথ দিলেই হবে না, আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৎস্য ভবন মোড় ও কাকরাইল এলাকায় আন্দোলনকারীরা অবস্থান করছিলেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতে আন্দোলনরত সমর্থকেরা আজ বুধবার (২১ মে) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেছেন। সন্ধ্যা নাগাদ মৎস্য ভবন মোড় থেকে তাঁরা আগামীকাল বৃহস্পতিবারও (২২ মে) একই স্থানে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইশরাক হোসেন নির্দেশ দিয়েছেন, ‘যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’
আজ বেলা ১১টা থেকে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকেল ৪টায় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে ইশরাকের শপথ ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।
আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি থেকে নির্বাচিত ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু। তিনি বলেন, আগামীকালও নগর ভবন, হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও কাকরাইলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁদের ঘোষণা অনুযায়ী, গতকাল সকাল ১০টা থেকে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। এতে শাহবাগ এলাকা, কাকরাইল, হাইকোর্ট এলাকা, যমুনাসহ ঢাকার একাংশ অচল হয়ে পড়ে।
আন্দোলনরত নেতা-কর্মীরা বলছেন, সরকার এখনো শপথ নিয়ে টালবাহানা করছে। তাঁরা স্পষ্ট বলে দিতে চান, তাঁদের দাবি আদায় না হলে পরে আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনকারীরা তাঁদের দাবির তালিকায় নতুন করে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও যোগ করেছেন। তাঁরা বলেন, ‘শুধু শপথ দিলেই হবে না, আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৎস্য ভবন মোড় ও কাকরাইল এলাকায় আন্দোলনকারীরা অবস্থান করছিলেন।
২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত তৃতীয় শীতলক্ষ্যা সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় ৬০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর সংযোগ সড়কের পশ্চিম অংশে ধসে যায়। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেদিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল ও বাজেট বরাদ্দ। ৩১ শয্যার অনুমোদিত জনবল দিয়েই চলছে ৫০ শয্যার কার্যক্রম। অথচ ৩১ শয্যার পূর্ণাঙ্গ জনবলও এখানে নেই। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ।
২ ঘণ্টা আগেসম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল আর সরকারি-বেসরকারি অফিসে কর্মরত লোকজন প্রায় প্রতিদিনই নানান দাবি নিয়ে নামছে রাস্তায়। দিনের পর দিন দাবি আদায়ের নামে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখা হচ্ছে। ফলে যানজটের ভোগান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ঢাকাবাসীর। একদিকে আন্দোলন, অন্যদিকে বিভিন্ন এলাকায় রাস্তার খোঁড়া
২ ঘণ্টা আগেরাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আবারও বসতে যাচ্ছে ‘পাখিদের বিধানসভা’। ইরানি সুফি কবি ও দার্শনিক ফরিদ উদ্দিন আত্তারের ‘মানতিকুত তোয়ায়ের’ অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটকটি ২২ ও ২৩ মে প্রদর্শিত হবে।
২ ঘণ্টা আগে