নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতে আন্দোলনরত সমর্থকেরা আজ বুধবার (২১ মে) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেছেন। সন্ধ্যা নাগাদ মৎস্য ভবন মোড় থেকে তাঁরা আগামীকাল বৃহস্পতিবারও (২২ মে) একই স্থানে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইশরাক হোসেন নির্দেশ দিয়েছেন, ‘যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’
আজ বেলা ১১টা থেকে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকেল ৪টায় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে ইশরাকের শপথ ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।
আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি থেকে নির্বাচিত ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু। তিনি বলেন, আগামীকালও নগর ভবন, হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও কাকরাইলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁদের ঘোষণা অনুযায়ী, গতকাল সকাল ১০টা থেকে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। এতে শাহবাগ এলাকা, কাকরাইল, হাইকোর্ট এলাকা, যমুনাসহ ঢাকার একাংশ অচল হয়ে পড়ে।
আন্দোলনরত নেতা-কর্মীরা বলছেন, সরকার এখনো শপথ নিয়ে টালবাহানা করছে। তাঁরা স্পষ্ট বলে দিতে চান, তাঁদের দাবি আদায় না হলে পরে আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনকারীরা তাঁদের দাবির তালিকায় নতুন করে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও যোগ করেছেন। তাঁরা বলেন, ‘শুধু শপথ দিলেই হবে না, আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৎস্য ভবন মোড় ও কাকরাইল এলাকায় আন্দোলনকারীরা অবস্থান করছিলেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতে আন্দোলনরত সমর্থকেরা আজ বুধবার (২১ মে) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেছেন। সন্ধ্যা নাগাদ মৎস্য ভবন মোড় থেকে তাঁরা আগামীকাল বৃহস্পতিবারও (২২ মে) একই স্থানে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইশরাক হোসেন নির্দেশ দিয়েছেন, ‘যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’
আজ বেলা ১১টা থেকে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকেল ৪টায় বৃষ্টি নামলেও তা উপেক্ষা করে ইশরাকের শপথ ও উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।
আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি থেকে নির্বাচিত ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু। তিনি বলেন, আগামীকালও নগর ভবন, হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও কাকরাইলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁদের ঘোষণা অনুযায়ী, গতকাল সকাল ১০টা থেকে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। এতে শাহবাগ এলাকা, কাকরাইল, হাইকোর্ট এলাকা, যমুনাসহ ঢাকার একাংশ অচল হয়ে পড়ে।
আন্দোলনরত নেতা-কর্মীরা বলছেন, সরকার এখনো শপথ নিয়ে টালবাহানা করছে। তাঁরা স্পষ্ট বলে দিতে চান, তাঁদের দাবি আদায় না হলে পরে আরও কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
আন্দোলনকারীরা তাঁদের দাবির তালিকায় নতুন করে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও যোগ করেছেন। তাঁরা বলেন, ‘শুধু শপথ দিলেই হবে না, আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৎস্য ভবন মোড় ও কাকরাইল এলাকায় আন্দোলনকারীরা অবস্থান করছিলেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে