Ajker Patrika

পুলিশের ধাওয়া খেয়ে বাসের নিচে অটোচালক

পুলিশের ধাওয়া খেয়ে বাসের নিচে অটোচালক

গাজীপুরের শ্রীপুরে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে এক অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে আহত হয়েছেন। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশ বলছে ধাওয়া নয়, পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাসের নিচে পড়েন।

আহত অটোরিকশা চালক মো. সিহাব মিয়া (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ভুষভুষুসিয়া গ্রামের মো. সাইদুল খানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকায় তালগাছিয়া এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীর করাত কলের শ্রমিক মো. ফারুক মিয়া বলেন, একটি অটোরিকশাযোগে দুজন পুলিশ পোশাক পড়া অবস্থায় অটোরিকশাকে ধাওয়া দেয়। এ সময় অটোরিকশা চালক দ্রুত অটোরিকশাটি ঘুরাতে গিয়ে দ্রুত গতির একটি বাসের নিচে চাপা পড়েন।

স্থানীয় বাসিন্দা শামসুল হক বলেন, ‘পুলিশের ধাওয়া খেয়ে অটোরিকশা চালক বাসের নিচে চাপা পড়েন। তাঁকে আমরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, পুলিশের ধাওয়া দেওয়ার বিষয়টি সঠিক নয়। পুলিশ দেখে অটোরিকশাচালক দ্রুত গতিতে পালাতে গিয়ে বাসের নিচে চাপা পড়েন। পুলিশ আগে থেকেই ওই স্থানে একটি দুর্ঘটনার বিষয়ে কাজ করছিল। পুলিশ তাদের নিজস্ব পরিবহনে ছিল। অটোরিকশায় যাওয়ার বিষয়টি সঠিক নয়।

ওসি বলেন, গুরুতর আহত অটোরিকশা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত