Ajker Patrika

‘শাহজালালে ট্রলি-সংকটে কারও গাফিলতি পেলে চাকরিচ্যুত করা হবে’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২১: ৩৩
‘শাহজালালে ট্রলি-সংকটে কারও গাফিলতি পেলে চাকরিচ্যুত করা হবে’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ট্রলি-সংকট তৈরি করলে আর এর পেছনে কর্মকর্তাদের অবহেলা থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার বিকেলে আগমনী টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

মো. মাহবুব আলী বলেন, ট্রলি নিয়ে যদি সংকট তৈরি করা হয়, যদি সংকটের পেছনে কারও গাফিলতি পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁদের চাকরিচ্যুত করা হবে। 

এর আগে তিনি বিমানবন্দরের দুই টার্মিনাল ঘুরে ব্যবস্থাপনাগুলো দেখেন ও যাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। 

এ সময় প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘যাত্রীদের ট্রলির সংকট সমাধানে আমরা ৩২ জন কর্মীকে দায়িত্ব দিয়েছি। তাঁরা ইউনিফর্মে থাকবে। তাঁরা যাত্রীদের প্রয়োজনে তাঁদের কাছে ট্রলি পৌঁছে দেবে। শিগগিরই এই কাজের জন্য আরও ৫০ জন নিয়োগ দেওয়া হবে।’ 

মন্ত্রী বলেন, ‘গত এক-দুই দিন ট্রলি-সংকটের জন্য অনেক যাত্রী কিছুটা ভোগান্তির শিকার হয়েছে। এই ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। যাত্রীদের বিদেশযাত্রা ও আগমনকে আরও আরামদায়ক করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আড়াই হাজার ট্রলি যুক্ত হচ্ছে।’ 

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা আপনাদের অবগত করতে চাই যে, বিমানবন্দরে মোট ২ হাজার ট্রলি আছে। এর মধ্যে প্রায় ৬০০ ট্রলি অচল হয়ে যায়। কোভিডের কারণে অচল ট্রলিগুলো মেরামত করা সম্ভব হয়নি। তবে আমরা প্রতিদিন ট্রলি মেরামত করছি। বর্তমানে সচল ট্রলির সংখ্যা মোট ১ হাজার ৪০০। ৪-৫ দিনের মধ্যে আরও ৫০০ ট্রলি সচল হবে।’ 

যাত্রীদের ইমিগ্রেশনে দীর্ঘ সময় লেগে যাওয়া এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত পুলিশ না থাকার অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইমিগ্রেশন পুলিশের বিষয়ে কথা বলেছি। আমি বলেছি, যাতে কোনো কাউন্টার ফাঁকা না থাকে। ২৪ ঘণ্টা যাতে কাউন্টার সচল থাকে। যাত্রীরা যাতে অল্প সময়ে ইমিগ্রেশন করে গন্তব্যে যেতে পারেন।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান চৌধুরী, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত