Ajker Patrika

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬: ৫৭
নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক মোটরের দিয়ে ধানখেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিরাজ মাঝি (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্ডারচর ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ মাঝি ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাট বাজারে মুদি ব্যবসায়ী ছিলেন। 

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খুরশিদ আলম ক্বারী বলেন, সকালে দোকান থেকে বাড়িতে যান মিরাজ মাঝি। পরে বাড়ির পার্শ্ববর্তী ধানখেতে পানি দিতে যান। এ সময় বৈদ্যুতিক মোটর দিয়ে খেতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান মিরাজ। পরে স্থানীয় লোকজন ধানখেতে তাঁকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত