নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনে নিবন্ধন চাওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ (বিডিপি) জামায়াত-সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি তুলেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে বেলা ১১টায় স্মারকলিপি প্রদান করে শহীদসন্তানদের এই সংগঠন।
এর আগে গত ১৪ নভেম্বর একাত্তরের যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা আছে এমন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানায় প্রজন্ম ’৭১। একই দাবিতে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতা-কর্মীরা। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মুনীর তন্ময় বলেন, ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নিজেদের নিবন্ধনের আবেদন করেছে তাতে আমরা শঙ্কিত। আমরা প্রজন্ম ’৭১ থেকে সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে একটা স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত যেটা বলতে চেয়েছি, শহীদদের সন্তান ও পরিবার থেকে আমাদের একটা ইমোশনাল আপিল আছে। আমরা চাই, যাঁদের কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আছে জামায়াতে ইসলামীর সঙ্গে এবং ইসলামী ছাত্রশিবিরের আদর্শের সঙ্গে, সেরকম কোনো ব্যক্তি যদি দল গঠন করেন এবং নিবন্ধনের জন্য আবেদন করেন, তাঁদের যাতে নিবন্ধন না দেওয়া হয়।’
সংগঠনটির প্রচার সম্পাদক অনল রায়হান বলেন, ‘মিডিয়ার খবর অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি ও সেক্রেটারি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। খবর নিয়েছি, তাঁরা জামায়াতে ইসলামীর সুরা সদস্য ছিলেন এবং আছেন। সংগঠনের যাঁরা সদস্য তাঁরা কখনো না কখনো জামায়াতে ইসলামীর সঙ্গে ছিলেন। ছাত্রশিবিরের সঙ্গে ছিলেন। জামায়াতে ইসলামের আদর্শ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আপহোল্ড করছে, এটা সব সুস্থ নাগরিক বোঝেন।’ বিষয়টি নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, বিএনপি বুঝবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল তাদের উদ্দেশ্যে শহীদসন্তান নুজহাত চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতাই চায় নাই। তারা যদি সেই অপরাজনীতি থেকে সরে না আসে, তারা বাংলাদেশের মঙ্গল চায় না। তারা কি ক্ষমা চেয়েছে ৩০ লাখ শহীদের জন্য? স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটা আপহোল্ড করবে। নিবন্ধনপ্রত্যাশী দলের ভেতরে আদর্শিকভাবে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ থাকে, তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়।’
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসিফ মুনীর, সাইফুদ্দিন আব্বাস, নুজহাত চৌধুরী শম্পা, তানভীর হায়দার চৌধুরী, অনল রায়হান।
নির্বাচন কমিশনে নিবন্ধন চাওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ (বিডিপি) জামায়াত-সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি তুলেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে বেলা ১১টায় স্মারকলিপি প্রদান করে শহীদসন্তানদের এই সংগঠন।
এর আগে গত ১৪ নভেম্বর একাত্তরের যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা আছে এমন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানায় প্রজন্ম ’৭১। একই দাবিতে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতা-কর্মীরা। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১-এর সভাপতি আসিফ মুনীর তন্ময় বলেন, ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নিজেদের নিবন্ধনের আবেদন করেছে তাতে আমরা শঙ্কিত। আমরা প্রজন্ম ’৭১ থেকে সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে একটা স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত যেটা বলতে চেয়েছি, শহীদদের সন্তান ও পরিবার থেকে আমাদের একটা ইমোশনাল আপিল আছে। আমরা চাই, যাঁদের কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আছে জামায়াতে ইসলামীর সঙ্গে এবং ইসলামী ছাত্রশিবিরের আদর্শের সঙ্গে, সেরকম কোনো ব্যক্তি যদি দল গঠন করেন এবং নিবন্ধনের জন্য আবেদন করেন, তাঁদের যাতে নিবন্ধন না দেওয়া হয়।’
সংগঠনটির প্রচার সম্পাদক অনল রায়হান বলেন, ‘মিডিয়ার খবর অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি ও সেক্রেটারি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। খবর নিয়েছি, তাঁরা জামায়াতে ইসলামীর সুরা সদস্য ছিলেন এবং আছেন। সংগঠনের যাঁরা সদস্য তাঁরা কখনো না কখনো জামায়াতে ইসলামীর সঙ্গে ছিলেন। ছাত্রশিবিরের সঙ্গে ছিলেন। জামায়াতে ইসলামের আদর্শ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আপহোল্ড করছে, এটা সব সুস্থ নাগরিক বোঝেন।’ বিষয়টি নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, বিএনপি বুঝবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল তাদের উদ্দেশ্যে শহীদসন্তান নুজহাত চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতাই চায় নাই। তারা যদি সেই অপরাজনীতি থেকে সরে না আসে, তারা বাংলাদেশের মঙ্গল চায় না। তারা কি ক্ষমা চেয়েছে ৩০ লাখ শহীদের জন্য? স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটা আপহোল্ড করবে। নিবন্ধনপ্রত্যাশী দলের ভেতরে আদর্শিকভাবে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ থাকে, তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়।’
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসিফ মুনীর, সাইফুদ্দিন আব্বাস, নুজহাত চৌধুরী শম্পা, তানভীর হায়দার চৌধুরী, অনল রায়হান।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীর গতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
১২ মিনিট আগেরাজধানীর হাতিরপুল থেকে শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) ভোর ৫টার দিকে হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরপাড় পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৪২ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সহসভাপতি আখলুছ মিয়া মাহিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে দিয়ে ১৫ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে। জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে।
১ ঘণ্টা আগে