Ajker Patrika

টঙ্গীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধি
টঙ্গীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেটা/ 

টঙ্গী: গাজীপুরের টঙ্গী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে টঙ্গীর খৈরতৈল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মৃতের নাম আলেয়া আলো (২০)। তিনি শেরপুর জেলার কাটাজান গ্রামের সজিব হোসেনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাঁদের সংসারে অভাব অনটন চলছিল। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো আলেয়ার। গতকাল বুধবার সন্ধ্যাতেও কথা কাটাকাটি হয়। রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আলেয়ার ঝুলন্ত মরদেহটি দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহটি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত