Ajker Patrika

'এবারও পূজায় কোনো উৎসব হবে না'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮: ১৪
'এবারও পূজায় কোনো উৎসব হবে না'

করোনা সংক্রমণের কারণে এ বছরও দুর্গাপূজায় কোনো ধরনের উৎসবের আয়োজন করা হবে না। শুধু সাত্তিক পূজা ও অঞ্জলি ছাড়া কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন মহানগর সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। আজ রোববার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কিশোর রঞ্জন মণ্ডল বলেন, `স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের মহানগর পূজা উদ্‌যাপন কমিটির আলোচনা হয়েছে। তারা আমাদের বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে এবং গত বছর যে বিধিনিষেধগুলো ছিল, তা চালু থাকবে। পূজামণ্ডপে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতাসহ কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। শুধু সাত্তিক পূজা ও অঞ্জলি দেওয়া যাবে। 

টিকা ছাড়া পূজামণ্ডপে না আসতে প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। বিষয়টি পূজা উদ্‌যাপন কমিটি কীভাবে বাস্তবায়ন করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁরা টিকা নিয়েছেন তাঁদের কার্ডসহ পূজামণ্ডপে আসতে হবে। আর যাঁরা বয়স্ক ও শিশু আছেন অথবা অসুস্থ তাঁদের জন্য আমরা সরাসরি পূজামণ্ডপ থেকে সব আয়োজন সম্প্রচার করার ব্যবস্থা গ্রহণ করেছি। ফেসবুক ও ইউটিউবের যে চ্যানেলে প্রচার করা হবে তার লিংক এরই মধ্যে সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।' 

পূজামণ্ডপে ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, `সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ২৩৮টি। এদিকে কুষ্টিয়ায় চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জয়পুরহাট, গাজীপুরের শ্রীপুরসহ বেশ কয়েকটি জায়গায় এমন ঘটনা ঘটেছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় আমরা নিন্দা জানাই। বাংলাদেশ দুর্বৃত্তদের নয়। সব ধর্ম, মত  ও বিশ্বাসের অসাম্প্রদায়িক বাংলাদেশ।' 

নির্মল কুমার চ্যাটার্জি বলেন, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে আসতে হবে। আর এবার বিজয়া দশমী শুক্রবার পড়েছে। তাই আলাদা ছুটির দিন নেই। শুক্রবার জুমার নামাজ আছে। সারা দেশে জুমার নামাজের সময় কোনো প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। বেলা ৩টার পরে পূজামণ্ডপ থেকে প্রতিমা বের করে বিসর্জন দিতে হবে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সুন্দরভাবে পালিত হবে বলে প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ কমিটির অন্য নেতারা ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত