ঢামেক প্রতিবেদক
গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিকের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জালাল উদ্দিনের স্ত্রী নির্বাক হয়ে শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের পাশে। আট বছরের একমাত্র মেয়ে জান্নাতুল বাকী মরিয়ম জানে না বাবার খবর।
আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে দেখা যায়, নিহত জালাল উদ্দিনের স্ত্রী নার্গিস পারভীন অচেতন অবস্থায় পড়ে আছেন। মাঝেমধ্যে স্বজনদের ধরে কেঁদে উঠছেন। পাশেই আনমনে খেলছে মেয়ে। তাকে বাবার খবর জিজ্ঞাসা করতেই মরিয়ম বলে, ‘বাবা হাসপাতালে। আমাকে দেখতে দেয়নি।’
নিহত জালাল উদ্দিনের স্ত্রী নার্গিসের পাশে থাকা তার ভাবি হাছনা বেগম বলেন, ‘সকাল থেকে একভাবে কেঁদে চলেছে নার্গিস। মাঝেমধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে।’
জালাল উদ্দিনের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘শুনেছি গাজীপুরের কোনাবাড়ীতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছিল গার্মেন্টস শ্রমিকেরা। সেখানে পুলিশের গুলিতে আহত হয়েছিল। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
কার বিরুদ্ধে অভিযোগ দেব? কার বিরুদ্ধে মামলা করব। আমার ভাই মারা গেছে। আট বছরের মেয়েটা এতিম হয়েছে। সংসারটা ভেঙে চুরমার হয়েছে। ভাইয়ের মরদেহ মর্গে থেকে নিয়ে গ্রামের বাড়ি কেন্দুয়া বাসাটি গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে বলে জানান ভাই সাইফুল ইসলাম।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নীল কমল চক্রবর্তী বলেন, ‘বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
৮ নভেম্বর কোনাবাড়ী জরুন এলাকায় শ্রমিকদের আন্দোলনে গুলিতে আহত হন জালাল উদ্দিন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান জালাল। কোনাবাড়ীর জরুনে ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন তিনি।
একই দিন ওই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছিলেন।
গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিকের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জালাল উদ্দিনের স্ত্রী নির্বাক হয়ে শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের পাশে। আট বছরের একমাত্র মেয়ে জান্নাতুল বাকী মরিয়ম জানে না বাবার খবর।
আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে দেখা যায়, নিহত জালাল উদ্দিনের স্ত্রী নার্গিস পারভীন অচেতন অবস্থায় পড়ে আছেন। মাঝেমধ্যে স্বজনদের ধরে কেঁদে উঠছেন। পাশেই আনমনে খেলছে মেয়ে। তাকে বাবার খবর জিজ্ঞাসা করতেই মরিয়ম বলে, ‘বাবা হাসপাতালে। আমাকে দেখতে দেয়নি।’
নিহত জালাল উদ্দিনের স্ত্রী নার্গিসের পাশে থাকা তার ভাবি হাছনা বেগম বলেন, ‘সকাল থেকে একভাবে কেঁদে চলেছে নার্গিস। মাঝেমধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে।’
জালাল উদ্দিনের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘শুনেছি গাজীপুরের কোনাবাড়ীতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছিল গার্মেন্টস শ্রমিকেরা। সেখানে পুলিশের গুলিতে আহত হয়েছিল। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
কার বিরুদ্ধে অভিযোগ দেব? কার বিরুদ্ধে মামলা করব। আমার ভাই মারা গেছে। আট বছরের মেয়েটা এতিম হয়েছে। সংসারটা ভেঙে চুরমার হয়েছে। ভাইয়ের মরদেহ মর্গে থেকে নিয়ে গ্রামের বাড়ি কেন্দুয়া বাসাটি গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে বলে জানান ভাই সাইফুল ইসলাম।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নীল কমল চক্রবর্তী বলেন, ‘বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
৮ নভেম্বর কোনাবাড়ী জরুন এলাকায় শ্রমিকদের আন্দোলনে গুলিতে আহত হন জালাল উদ্দিন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান জালাল। কোনাবাড়ীর জরুনে ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন তিনি।
একই দিন ওই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছিলেন।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে