ফরিদপুর প্রতিনিধি
ঈগল মার্কা নির্বাচিত হলে ফরিদপুর সদরে প্রতি মাসে ১ হাজার ২০০ লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ। প্রতিটি ইউনিয়নে প্রশিক্ষণ সেন্টার চালু করে হা-মীম গ্রুপে চাকরি দেবেন তিনি।
আজ শুক্রবার বিকেলে জেলা সদরের ফুরসা এম এ আজিজ উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।
এ কে আজাদ হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। তিনি এবার ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী সভায় এ কে আজাদ বলেন, ‘আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা ৭ জানুয়ারি যদি ঈগল মার্কাকে জয়ী করেন, ওয়াদা দিচ্ছি, প্রতিটি ইউনিয়নে একটি করে ট্রেনিং সেন্টার করব। ট্রেনিং সেন্টার থেকে ১০০-১৫০ ছেলে-মেয়ে প্রতি মাসে প্রশিক্ষণ শেষে বের হবে। এতে প্রতি মাসে ফরিদপুর সদরের ১২শ লোকের চাকরির ব্যবস্থাও আমি করব।’
নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে সন্ত্রাস বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফরিদপুরে মোশাররফ মিয়ার আমলে সন্ত্রাস ছিল না। তাঁর সময় অনেক সন্ত্রাসী ক্রসফায়ারের ভয়ে স্বেচ্ছায় ধরা দিয়ে জেলে গিয়েছেন, আবার অনেকে পালিয়ে ছিলেন। নির্বাচনকে সামনে রেখে আবার সেই সন্ত্রাসের আগমন ঘটেছে, জেল থেকে বের করা হয়েছে। আমি এই সন্ত্রাস নির্মূল করতে চাই, এ জন্য মোশাররফের মতো এ কে আজাদকে দরকার। যদি ৭ জানুয়ারিতে ঈগল জয়ী হয়, তাহলে ৮ তারিখে তারা আগের জায়গায় চলে যাবে।’
নির্বাচনে জয়ী হলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না উল্লেখ করে এ ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে ফরিদপুরে ব্যবসায়ীদেরও দৈনিক ৩০০ টাকা করে চাঁদা দিতে হয়। সরকারি অফিস ও রেজিস্ট্রি অফিস থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। আমি নির্বাচিত হলে এখানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হবে না। আমি একজন ব্যবসায়ী, আপনাদের প্রতিনিধিত্ব করা আমার নৈতিক দায়িত্ব, আপনাদের রক্ষা করা আমার দায়িত্ব।’
ঈগল মার্কা নির্বাচিত হলে ফরিদপুর সদরে প্রতি মাসে ১ হাজার ২০০ লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ। প্রতিটি ইউনিয়নে প্রশিক্ষণ সেন্টার চালু করে হা-মীম গ্রুপে চাকরি দেবেন তিনি।
আজ শুক্রবার বিকেলে জেলা সদরের ফুরসা এম এ আজিজ উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।
এ কে আজাদ হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। তিনি এবার ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী সভায় এ কে আজাদ বলেন, ‘আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা ৭ জানুয়ারি যদি ঈগল মার্কাকে জয়ী করেন, ওয়াদা দিচ্ছি, প্রতিটি ইউনিয়নে একটি করে ট্রেনিং সেন্টার করব। ট্রেনিং সেন্টার থেকে ১০০-১৫০ ছেলে-মেয়ে প্রতি মাসে প্রশিক্ষণ শেষে বের হবে। এতে প্রতি মাসে ফরিদপুর সদরের ১২শ লোকের চাকরির ব্যবস্থাও আমি করব।’
নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে সন্ত্রাস বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফরিদপুরে মোশাররফ মিয়ার আমলে সন্ত্রাস ছিল না। তাঁর সময় অনেক সন্ত্রাসী ক্রসফায়ারের ভয়ে স্বেচ্ছায় ধরা দিয়ে জেলে গিয়েছেন, আবার অনেকে পালিয়ে ছিলেন। নির্বাচনকে সামনে রেখে আবার সেই সন্ত্রাসের আগমন ঘটেছে, জেল থেকে বের করা হয়েছে। আমি এই সন্ত্রাস নির্মূল করতে চাই, এ জন্য মোশাররফের মতো এ কে আজাদকে দরকার। যদি ৭ জানুয়ারিতে ঈগল জয়ী হয়, তাহলে ৮ তারিখে তারা আগের জায়গায় চলে যাবে।’
নির্বাচনে জয়ী হলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না উল্লেখ করে এ ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে ফরিদপুরে ব্যবসায়ীদেরও দৈনিক ৩০০ টাকা করে চাঁদা দিতে হয়। সরকারি অফিস ও রেজিস্ট্রি অফিস থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। আমি নির্বাচিত হলে এখানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হবে না। আমি একজন ব্যবসায়ী, আপনাদের প্রতিনিধিত্ব করা আমার নৈতিক দায়িত্ব, আপনাদের রক্ষা করা আমার দায়িত্ব।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৪ ঘণ্টা আগে