নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড্রোন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ-কোরিয়া ড্রোন প্রযুক্তি সম্মেলন ও ড্রোন রোড শো-২০২২-য়ে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। আজ বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বে ড্রোন প্রযুক্তির বাজার খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড্রোন খাতে কোরিয়া-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে।’
ঢাকার দক্ষিণ কোরীয় দূতাবাস আয়োজিত এ সম্মেলনে দেশটির ৬টি প্রতিষ্ঠান তাদের ড্রোন ও জিআইএস বিষয়ক পণ্য ও সেবা প্রদর্শন করে। কোরিয়া থেকে আসা ২৭ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। আয়োজকেরা জানান, করোনা পরবর্তী সময়ে কোরীয় ড্রোন প্রযুক্তির এটাই সবচেয়ে বড় সম্মেলন।
এ বিষয়ে কোরীয় রাষ্ট্রদূত বলেন, এই সম্মেলনে ২৭ সদস্যের বিশাল প্রতিনিধি দলের অংশগ্রহণই বলে দিচ্ছে-বাংলাদেশের সঙ্গে এই খাতে কাজ করতে তারা কতটা আগ্রহী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর থেকেই কোরিয়ার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক রয়েছে। গত ১৩ বছরে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তৈরি পোশাক খাতে ৪০ বছর আগে থেকেই কোরিয়ার সঙ্গে আমরা কাজ করছি। এই দুদেশের আরও বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।’
ড্রোন রোড শোতে কৃষিকাজসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ড্রোনের ব্যবহার তুলে ধরা হয়। এ ছাড়া ড্রোন সকার প্রদর্শন করা হয়। সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে হতে যাচ্ছে ওয়ার্ল্ডকাপ ড্রোন সকার চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের নিয়মগুলোও সম্মেলনে তুলে ধরা হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) ব্যবস্থাপনা পরিচালক মালিক ফিদা এ খান, কে-বিডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ং ওহ রিউ।
আয়োজকেরা মনে করেন, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার নতুন একটি সুযোগ তৈরি করবে এই সম্মেলন। এর মূল লক্ষ্য ড্রোন প্রযুক্তির গুরুত্ব ও বৈচিত্র্যময় ব্যবহারের প্রতি বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করা এবং এই প্রযুক্তির প্রয়োজনীয়তা সবার কাছে তুলে ধরা।
ড্রোন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ-কোরিয়া ড্রোন প্রযুক্তি সম্মেলন ও ড্রোন রোড শো-২০২২-য়ে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। আজ বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বে ড্রোন প্রযুক্তির বাজার খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড্রোন খাতে কোরিয়া-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে।’
ঢাকার দক্ষিণ কোরীয় দূতাবাস আয়োজিত এ সম্মেলনে দেশটির ৬টি প্রতিষ্ঠান তাদের ড্রোন ও জিআইএস বিষয়ক পণ্য ও সেবা প্রদর্শন করে। কোরিয়া থেকে আসা ২৭ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। আয়োজকেরা জানান, করোনা পরবর্তী সময়ে কোরীয় ড্রোন প্রযুক্তির এটাই সবচেয়ে বড় সম্মেলন।
এ বিষয়ে কোরীয় রাষ্ট্রদূত বলেন, এই সম্মেলনে ২৭ সদস্যের বিশাল প্রতিনিধি দলের অংশগ্রহণই বলে দিচ্ছে-বাংলাদেশের সঙ্গে এই খাতে কাজ করতে তারা কতটা আগ্রহী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর থেকেই কোরিয়ার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক রয়েছে। গত ১৩ বছরে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তৈরি পোশাক খাতে ৪০ বছর আগে থেকেই কোরিয়ার সঙ্গে আমরা কাজ করছি। এই দুদেশের আরও বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।’
ড্রোন রোড শোতে কৃষিকাজসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ড্রোনের ব্যবহার তুলে ধরা হয়। এ ছাড়া ড্রোন সকার প্রদর্শন করা হয়। সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে হতে যাচ্ছে ওয়ার্ল্ডকাপ ড্রোন সকার চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের নিয়মগুলোও সম্মেলনে তুলে ধরা হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) ব্যবস্থাপনা পরিচালক মালিক ফিদা এ খান, কে-বিডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ং ওহ রিউ।
আয়োজকেরা মনে করেন, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার নতুন একটি সুযোগ তৈরি করবে এই সম্মেলন। এর মূল লক্ষ্য ড্রোন প্রযুক্তির গুরুত্ব ও বৈচিত্র্যময় ব্যবহারের প্রতি বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করা এবং এই প্রযুক্তির প্রয়োজনীয়তা সবার কাছে তুলে ধরা।
ঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৩ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৭ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১৩ মিনিট আগে