গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সরকারি বন বিভাগের জমি থেকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গজারি বনের গাছ কেটে প্রতিনিয়ত পাচার করছে কিছু অসাধু কাঠ ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল উপজেলার কাওরাইদ ইউনিয়নের শ্রীপুর রেঞ্জের বলদীঘাট বিটের আওতাধীন শিমুলতলী এলাকা থেকে বনের গজারি গাছ কেটে বিক্রি করার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি গাছ জব্দ করেছে বন বিভাগ।
এ সময় বন বিভাগের সংশ্লিষ্টদের আসার খবরে পালিয়ে যায় অসাধু কাঠ ব্যবসায়ী মো. কলিম উদ্দিন। অভিযুক্ত কলিম উদ্দিন কাওরাইদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে বন বিভাগের প্রাকৃতিক গজারি বনের গাছ কেটে পাচার করে আসছে।
সরেজমিনে দেখা যায়, শিমুলতলী গ্রামের জ্বীনের মোড় নামক এলাকা থেকে বনের জমিতে থাকা প্রায় দুই শতাধিক গজারি গাছ কেটে ফেলা হয়েছে। এই এলাকার আশপাশের অনেক অংশ জুড়ে রয়েছে গজারি বন। ছোট ছোট কফিজ গাছগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। প্রচারকারীরা বন বিভাগের বাঁধার কারণে কাটা গাছগুলো মাটিতে ফেলে পালিয়ে যায়।
অভিযুক্ত কাঠ ব্যবসায়ী মো. কলিম উদ্দিন বলেন, ‘গাছ কাটার পরপরই বন বিভাগের লোকজন চলে আসে। এর আগেও অনেক সাংবাদিক ঘটনাস্থলে এসেছে। আমার কাঠ ফেলে চলে এসেছে। ওরা কাঠ নিয়ে যাক কোন সমস্যা নেই।’
বলদীঘাট বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি সকালে আদালতে সাক্ষী দিতে চলে আসছি। বিষয়টি জানার পরপরই ফরেস্ট গার্ডদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সদর বিট কর্মকর্তা মীর বজলুল রহমান বলেন, ‘গাছ কেটে পাচারের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে বন বিভাগের লোকজন পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। কাজগুলো জব্দ করে অফিসে নিয়ে আসা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সরকারি বন বিভাগের জমি থেকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গজারি বনের গাছ কেটে প্রতিনিয়ত পাচার করছে কিছু অসাধু কাঠ ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল উপজেলার কাওরাইদ ইউনিয়নের শ্রীপুর রেঞ্জের বলদীঘাট বিটের আওতাধীন শিমুলতলী এলাকা থেকে বনের গজারি গাছ কেটে বিক্রি করার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি গাছ জব্দ করেছে বন বিভাগ।
এ সময় বন বিভাগের সংশ্লিষ্টদের আসার খবরে পালিয়ে যায় অসাধু কাঠ ব্যবসায়ী মো. কলিম উদ্দিন। অভিযুক্ত কলিম উদ্দিন কাওরাইদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে বন বিভাগের প্রাকৃতিক গজারি বনের গাছ কেটে পাচার করে আসছে।
সরেজমিনে দেখা যায়, শিমুলতলী গ্রামের জ্বীনের মোড় নামক এলাকা থেকে বনের জমিতে থাকা প্রায় দুই শতাধিক গজারি গাছ কেটে ফেলা হয়েছে। এই এলাকার আশপাশের অনেক অংশ জুড়ে রয়েছে গজারি বন। ছোট ছোট কফিজ গাছগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। প্রচারকারীরা বন বিভাগের বাঁধার কারণে কাটা গাছগুলো মাটিতে ফেলে পালিয়ে যায়।
অভিযুক্ত কাঠ ব্যবসায়ী মো. কলিম উদ্দিন বলেন, ‘গাছ কাটার পরপরই বন বিভাগের লোকজন চলে আসে। এর আগেও অনেক সাংবাদিক ঘটনাস্থলে এসেছে। আমার কাঠ ফেলে চলে এসেছে। ওরা কাঠ নিয়ে যাক কোন সমস্যা নেই।’
বলদীঘাট বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমি সকালে আদালতে সাক্ষী দিতে চলে আসছি। বিষয়টি জানার পরপরই ফরেস্ট গার্ডদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা সদর বিট কর্মকর্তা মীর বজলুল রহমান বলেন, ‘গাছ কেটে পাচারের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে বন বিভাগের লোকজন পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। কাজগুলো জব্দ করে অফিসে নিয়ে আসা হয়েছে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৭ মিনিট আগে