Ajker Patrika

আদানির বিদ্যুতের কাছে বাংলাদেশ বিক্রি করা হয়েছে: ঢালী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আদানির বিদ্যুতের কাছে বাংলাদেশ বিক্রি করা হয়েছে: ঢালী

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, ‘আদানির বিদ্যুতের কাছে বাংলাদেশ বিক্রি করা হয়েছে। থলের বিড়াল বেরিয়ে এসেছে। এই বিদ্যুতের দাম হবে ১৫ টাকা ইউনিট।’ 

ঢালী আরও বলেন, ‘আমরা দিল্লির গোলামির জন্য এই দেশ স্বাধীন করিনি। এ দেশটাকে লুটেপুটে লাখ-লাখ কোটি টাকা এই সরকার পাচার করেছে। এর দায় দিতে হচ্ছে জনগণকে। তারা চুরি করবে, লুট করবে আর এ দেশের জনগণ তাদের লুটের টাকার দায় দেবে।’ 

আজ শনিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ঢালী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আপনারা জানেন দেশ কীভাবে চলছে। তেল-নুন থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। দেশের মানুষ যখন খেতে পায় না তখন এই প্রধানমন্ত্রী আঠারো পদের মাছ দিয়ে তরকারি খান। এটা জনগণের সঙ্গে পরিহাস।’ 

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে দেওয়া হয়েছে বলে দাবি করেন ঢালী। তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। আমাদের আর কত জেলে নেবেন। প্রস্তুত থাকেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আপনাদের ৩০০ অবৈধ এমপিকে কারাগারে যেতে হবে।’ 

ঢালী আরও বলেন, ‘তিস্তার অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে কেন? এটা আওয়ামী লীগের ভারতকে দেওয়া উপহার। আজ বিএনপির কর্মীরা জেগে উঠেছেন। এই ঢেউ সামলানোর ক্ষমতা তাদের নেই। নিরপেক্ষ নির্বাচন হতেই হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কেন নির্বাচন হবে না।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক  মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহসভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত