Ajker Patrika

শিবচরে নসিমন উল্টে নিহত ২, আহত ১০ 

মাদারীপুর প্রতিনিধি
শিবচরে নসিমন উল্টে নিহত ২, আহত ১০ 

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণকাজে ব্যবহৃত মিক্সচার মেশিন বহনকারী একটি নসিমন উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন শ্রমিক। গতকাল রোববার রাত ৭টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন সার্ভিস লেনের আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর কাজ শেষে ১১ জন নির্মাণ শ্রমিক নসিমনে মিক্সচার মেশিন নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে শিবচর আসছিলেন। নসিমনটি আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ভাঙ্গাগামী সার্ভিস লেনের আন্ডারপাসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে নসিমনের চালকসহ ১২ জন আহত হয়। 

আহতদের মধ্যে ৬ থেকে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ফরিদপুর হাসপাতালে ভর্তি করে। ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে লোকমান মাতুব্বর (৩৫) ও ইলিয়াস আকন্দের মৃত্যু হয়। নিহত লোকমান মাতুব্বর শিবচরের চরগজারিয়া গ্রামের হামেদ মাতুব্বরের ছেলে ও ইলিয়াস আকন্দ একই উপজেলার শিকিম আলী কান্দি গ্রামের মান্নান আকন্দের ছেলে। 

এরপর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত নসিমনটি আটক করে। 

শিবচর হাইওয়ে থানার ওসি শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত