Ajker Patrika

২৬ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার পলাতক আসামি

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪: ১৮
২৬ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার পলাতক আসামি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে সুলতান আহাম্মদ (৮৩) নামের হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম রাউজান থানার পুলিশ। তিনি রাউজান উপজেলার পশ্চিম গহিরা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

গ্রেপ্তার সুলতান ১৯৯৬ সালে চট্টগ্রামের রাউজান থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার। 

জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া লামবাজার থেকে ৯৯৯ নম্বরে কল করে আসামির বিষয়ে তথ্য জানান এক ব্যক্তি। কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেন। তিনি তাৎক্ষণিকভাবে রাউজান থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে রাউজান থানার মামলা নম্বর ১৭ (১১) ৯৬-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুলতান আহাম্মদকে (৮৩) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির বরাতে আনোয়ার সাত্তার আরও জানান, বিভিন্ন কৌশলে দীর্ঘ ২৬ বছর আইনের হাত থেকে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজন কলারের ফোন কলে চট্টগ্রামের রাউজান থানার অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত