ঢামেক প্রতিবেদক
ঢাকা নার্সিং কলেজ হোস্টেল দখল নিয়ে স্টাফ ও শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নার্সিং কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নার্সিং কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্টাফদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
আহতরা হলেন—বিএসসি ইন নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া, শেষ বর্ষের শিক্ষার্থী নাইমা জান্নাত, বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফাইরি প্রথম বর্ষের শিক্ষার্থী শাম্মি, নিপুণ ও রাভিনা।
আহত শিক্ষার্থীর বলেন, ‘এই নার্সিং হোস্টেলটি আমাদের। নার্সিং কলেজে যারা চাকরি করেন তাঁরা দীর্ঘদিন যাবৎ এই হোস্টেলটি দখল করে রেখেছেন। এর আগে হাসপাতালের পরিচালকসহ সবার সিদ্ধান্তে স্টাফদের হোস্টেল ছাড়তে এক মাস সময় দিয়েছিল। কিন্তু তাঁরা হোস্টেলটি ছাড়েনি। আজ শনিবার বিকেলে তাঁদের হোস্টেল ছাড়তে বলা হলে তাঁরা আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে গরম পানি পড়ে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হন।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘এ ঘটনায় হাসপাতালের পরিচালক এবং নার্সিংয়ের বিভিন্ন কর্মকর্তা একটি বৈঠক করেন। সেখানে চলতি মাসের ১৯ অক্টোবরের মধ্যে স্টাফদের হোস্টেল ছেড়ে দিতে বলা হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ বিকেলে হোস্টেলে স্টাফদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই হোস্টেলটি মূলত নার্সিং কলেজের শিক্ষার্থীদের। তবে দীর্ঘদিন ধরে কিছু স্টাফ সেখানে থাকে।’
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ নার্সিং কলেজে শিক্ষার্থী এবং স্টাফসহ মিটিং করেছি। এর আগে স্টাফদের হোস্টেল ছাড়তে এক মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা ছাড়েননি। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের হোস্টেল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা থাকবেন।’
ঢাকা নার্সিং কলেজ হোস্টেল দখল নিয়ে স্টাফ ও শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নার্সিং কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নার্সিং কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্টাফদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
আহতরা হলেন—বিএসসি ইন নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া, শেষ বর্ষের শিক্ষার্থী নাইমা জান্নাত, বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফাইরি প্রথম বর্ষের শিক্ষার্থী শাম্মি, নিপুণ ও রাভিনা।
আহত শিক্ষার্থীর বলেন, ‘এই নার্সিং হোস্টেলটি আমাদের। নার্সিং কলেজে যারা চাকরি করেন তাঁরা দীর্ঘদিন যাবৎ এই হোস্টেলটি দখল করে রেখেছেন। এর আগে হাসপাতালের পরিচালকসহ সবার সিদ্ধান্তে স্টাফদের হোস্টেল ছাড়তে এক মাস সময় দিয়েছিল। কিন্তু তাঁরা হোস্টেলটি ছাড়েনি। আজ শনিবার বিকেলে তাঁদের হোস্টেল ছাড়তে বলা হলে তাঁরা আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে গরম পানি পড়ে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হন।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘এ ঘটনায় হাসপাতালের পরিচালক এবং নার্সিংয়ের বিভিন্ন কর্মকর্তা একটি বৈঠক করেন। সেখানে চলতি মাসের ১৯ অক্টোবরের মধ্যে স্টাফদের হোস্টেল ছেড়ে দিতে বলা হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ বিকেলে হোস্টেলে স্টাফদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই হোস্টেলটি মূলত নার্সিং কলেজের শিক্ষার্থীদের। তবে দীর্ঘদিন ধরে কিছু স্টাফ সেখানে থাকে।’
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ নার্সিং কলেজে শিক্ষার্থী এবং স্টাফসহ মিটিং করেছি। এর আগে স্টাফদের হোস্টেল ছাড়তে এক মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা ছাড়েননি। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের হোস্টেল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা থাকবেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৭ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে