Ajker Patrika

ঢাকা নার্সিং কলেজে শিক্ষার্থী-স্টাফদের হাতাহাতি, ৫ শিক্ষার্থী আহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০০: ৪৫
ঢাকা নার্সিং কলেজে শিক্ষার্থী-স্টাফদের হাতাহাতি, ৫ শিক্ষার্থী আহত

ঢাকা নার্সিং কলেজ হোস্টেল দখল নিয়ে স্টাফ ও শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নার্সিং কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নার্সিং কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্টাফদের আগামী ১৯ অক্টোবরের মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

আহতরা হলেন—বিএসসি ইন নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া, শেষ বর্ষের শিক্ষার্থী নাইমা জান্নাত, বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফাইরি প্রথম বর্ষের শিক্ষার্থী শাম্মি, নিপুণ ও র‍াভিনা।

আহত শিক্ষার্থীর বলেন, ‘এই নার্সিং হোস্টেলটি আমাদের। নার্সিং কলেজে যারা চাকরি করেন তাঁরা দীর্ঘদিন যাবৎ এই হোস্টেলটি দখল করে রেখেছেন। এর আগে হাসপাতালের পরিচালকসহ সবার সিদ্ধান্তে স্টাফদের হোস্টেল ছাড়তে এক মাস সময় দিয়েছিল। কিন্তু তাঁরা হোস্টেলটি ছাড়েনি। আজ শনিবার বিকেলে তাঁদের হোস্টেল ছাড়তে বলা হলে তাঁরা আমাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে গরম পানি পড়ে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হন।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘এ ঘটনায় হাসপাতালের পরিচালক এবং নার্সিংয়ের বিভিন্ন কর্মকর্তা একটি বৈঠক করেন। সেখানে চলতি মাসের ১৯ অক্টোবরের মধ্যে স্টাফদের হোস্টেল ছেড়ে দিতে বলা হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ বিকেলে হোস্টেলে স্টাফদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই হোস্টেলটি মূলত নার্সিং কলেজের শিক্ষার্থীদের। তবে দীর্ঘদিন ধরে কিছু স্টাফ সেখানে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ নার্সিং কলেজে শিক্ষার্থী এবং স্টাফসহ মিটিং করেছি। এর আগে স্টাফদের হোস্টেল ছাড়তে এক মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা ছাড়েননি। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের হোস্টেল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত