Ajker Patrika

হারিয়ে যাওয়া ১৬২ মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিল এপিবিএন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২২: ৩৪
হারিয়ে যাওয়া ১৬২ মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিল এপিবিএন

গত দুই মাসে হারিয়ে যাওয়া ১৬২ মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।

আজ মঙ্গলবার এপিবিএন সাইবার ক্রাইম ইউনিট কার্যালয়ে ১৬২টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান। মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও বিকিউএম ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী।

মোবাইল হাতে পেয়ে মগবাজারের ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘এর আগে একটা আইফোন হারিয়েছি। সেটা পাইনি। এবার পাব ভাবিনি। যেভাবে উদ্ধার করেছে মোবাইলটা তাতে পুলিশের ওপর আমার আস্থা অনেক বেড়ে গেল।’

গত ২১ জানুয়ারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মোহাম্মদ ফয়জুদ্দিনের মোবাইল ছিনতাই হয়েছিল। মোবাইলটি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাই হওয়া সেই মোবাইলটি তাঁকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম ইউনিট।

অতিরিক্ত ডিআইজি আনিছুর রহমান বলেন, ‘মোবাইল ফোন উদ্ধারের প্রক্রিয়া অত সহজ নয়। প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়। এটার জের ধরে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদের প্রচুর কষ্ট করতে হয়। এরপরও আমরা করি কাজটা, কারণ আমরা যদি না করে হাল ছেড়ে দিই তাহলে এই যে মোবাইল ছিনতাই হওয়া বা হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এসব জিনিস বাড়বেই। এসব তৎপরতার কারণে তারাও (ছিনতাইকারীরা) আগ্রহ হারিয়ে ফেলছে। আমরা মোবাইল উদ্ধারের কাজ ভালোভাবে করার চেষ্টা করি এবং আমাদের সাফল্যের হারও বেশি।’

গাজীপুর চৌরাস্তা শালনা থেকে গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ রমজান আলীর মোবাইল চুরি হয়েছিল। হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত রমজান বলেন, ‘পুলিশের প্রতি আমার আস্থা ছিল। মোবাইল ফিরে পেয়ে খুব খুশি আমি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত