ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
‘আমার কইলজার ধনরে আইন্না দেন আপনেরা। আমি আর কিছু চাই না। আমার কইলজা ছিঁড়া ধনে কেমনে ছাইড়া গেল গো?’ সন্তান হারিয়ে এই বুকফাটা আহাজারি করে এসব কথা বলছিলেন দুই মা। আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডুবায় ডুবে মারা গেছে এই দুই মায়ের সন্তান জিহাদ হোসেন (৫) ও রায়হান হোসেন (৩)। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুদের মায়েদের কান্না থামছে না। নাজমা বেগম ছেলে জিহাদের নিথর দেহ জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। কান্নায় ভেঙে পড়া রায়হানের মা রোকসানা আক্তার বলেন, ‘আম্মার কইলজা ছিঁড়া যাইতাছে, বাবা কথা কও, আব্বা আম্মার লগে কুদ্দুর কথা কও! আম্মায় তোমারে ছাড়া কী লইয়া থাহাম?’
জিহাদ হোসেন রামচন্দ্রপুর গ্রামের জলিল মিয়া ও নাজমা বেগমের একমাত্র ছেলে। অন্যদিকে রায়হান হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রুবেল মিয়া ও রোকসানা আক্তারের সন্তান। স্বজনদের বরাতে জানা গেছে, এই দুই শিশু সম্পর্কে মামা-ভাগিনা। প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুরা। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি নতুন খনন করা ডোবায় তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকা শোকস্তব্ধ। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
‘আমার কইলজার ধনরে আইন্না দেন আপনেরা। আমি আর কিছু চাই না। আমার কইলজা ছিঁড়া ধনে কেমনে ছাইড়া গেল গো?’ সন্তান হারিয়ে এই বুকফাটা আহাজারি করে এসব কথা বলছিলেন দুই মা। আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডুবায় ডুবে মারা গেছে এই দুই মায়ের সন্তান জিহাদ হোসেন (৫) ও রায়হান হোসেন (৩)। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুদের মায়েদের কান্না থামছে না। নাজমা বেগম ছেলে জিহাদের নিথর দেহ জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। কান্নায় ভেঙে পড়া রায়হানের মা রোকসানা আক্তার বলেন, ‘আম্মার কইলজা ছিঁড়া যাইতাছে, বাবা কথা কও, আব্বা আম্মার লগে কুদ্দুর কথা কও! আম্মায় তোমারে ছাড়া কী লইয়া থাহাম?’
জিহাদ হোসেন রামচন্দ্রপুর গ্রামের জলিল মিয়া ও নাজমা বেগমের একমাত্র ছেলে। অন্যদিকে রায়হান হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রুবেল মিয়া ও রোকসানা আক্তারের সন্তান। স্বজনদের বরাতে জানা গেছে, এই দুই শিশু সম্পর্কে মামা-ভাগিনা। প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশুরা। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি নতুন খনন করা ডোবায় তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পুরো এলাকা শোকস্তব্ধ। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
যশোরের কেশবপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছেন কার্ডধারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কেশবপুর পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা যশোর-চুকনগর সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকেরা
৪ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী অন্তত পাঁচটি ঘর ভেঙে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন নদীর পাড়ের মানুষ।
৩৯ মিনিট আগেবাগেরহাটের চিতলমারী উপজেলায় দাদার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে এসেছিল ৯ বছরের শিশু নূর কাদের মোল্লা। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে ডুবে যাচ্ছিল শিশুটি। বিষয়টি দেখতে পেয়ে নাতিকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন শাহজাহান মোল্লা (৮০)। কিন্তু দুজনের কেউ বেঁচে ফিরতে পারেনি।
১ ঘণ্টা আগে