Ajker Patrika

‘জামাল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে’

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১৯: ৪২
‘জামাল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে’

যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা ঘটনার তদন্তকাজ সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতা দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।

আজ সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে এ কথা জানান পুলিশের এ কর্মকর্তা।

হত্যার রহস্য উদ্‌ঘাটনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আমাদের সর্বোচ্চ পেশাদারত্ব ও দক্ষতা দিয়ে মামলাটির দ্রুত তদন্ত করব। এ মামলায় তদন্তকালে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের প্রত্যেককে অভিযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনব।’ আর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দলও মাঠে কাজ করছে।

এ সময় পুলিশ সুপার (সিআইডি) জাকির হোসেন, র‍্যাব-১১ সিপিসি-২ (কুমিল্লা) উপপরিচালক মেজর মোহাম্মদ শাকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এনামুল হক, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. মহসিন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাত আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নিহত হন। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার নোয়াগাঁও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...