Ajker Patrika

উখিয়ায় তরুণকে পিটিয়ে হত্যার পর লাশ বিলে ফেলে দেওয়ার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫১
নিহত মোহাম্মদ আরাফাত। ছবি: সংগৃহীত
নিহত মোহাম্মদ আরাফাত। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক তরুণকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের পুটিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আরাফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার জালাল আহমদের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, শনিবার মধ্যরাতে মোবাইল চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর লাশ একটি বিলে ফেলে যায়। এ সময় স্থানীয়রা যুবকের মরদেহ একটি ক্লিনিকে রাখার খবর পায় পুলিশ। পরে সেখান থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা পুলিশ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে চুরির অভিযোগে প্রতিপক্ষের মারধরে ওই যুবক মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

ওসি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। আজ রোববার সকালে নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, শনিবার দুপুরে স্থানীয় যুবক জাহেদ ও সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন তাঁর ভাই মোহাম্মদ আরাফাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগে এনে কয়েক দফা মারধর করে। রাতে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় পুটিবুনিয়া এলাকার সেনা বাহিনীর ক্যাম্পের পাশে ফেলে যায়। খবর পেয়ে স্বজনেরা আরাফাতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত