নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক কারবারিরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। আজ রোববার বিজিবি থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবির দাবি, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা হয়।
টেকনাফের বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে তিনজনকে সাঁতরে আসতে দেখে বিজিবির নৌটহল দল জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমায় অভিযান চালায়। ধাওয়ার মুখে পাচারকারীরা ইয়াবার প্যাকেটগুলো নদীতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে পানিতে ভাসমান প্যাকেটগুলো উদ্ধার করে তীরে আনা হয়। এ সময় ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়।
পলাতক আসামিরা হলেন টেকনাফের দক্ষিণ হ্নীলার আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়ার মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) এবং একই গ্রামের জসিম উদ্দিন (২৫)।
বিজিবি জানায়, মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় অভিযান আরও জোরদার করা হবে।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক কারবারিরা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। আজ রোববার বিজিবি থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবির দাবি, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে টহল জোরদার করা হয়।
টেকনাফের বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে তিনজনকে সাঁতরে আসতে দেখে বিজিবির নৌটহল দল জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমায় অভিযান চালায়। ধাওয়ার মুখে পাচারকারীরা ইয়াবার প্যাকেটগুলো নদীতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে পানিতে ভাসমান প্যাকেটগুলো উদ্ধার করে তীরে আনা হয়। এ সময় ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়।
পলাতক আসামিরা হলেন টেকনাফের দক্ষিণ হ্নীলার আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়ার মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) এবং একই গ্রামের জসিম উদ্দিন (২৫)।
বিজিবি জানায়, মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় অভিযান আরও জোরদার করা হবে।
গাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার রাতে মো. মোজাম্মেল হোসেন (৫০) নামের মাদকাসক্ত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মো. সিরাজউদ্দিনের ছেলে।
৩২ মিনিট আগে৩০ ঘণ্টা পর সুন্দরবনে সমুদ্রে নিখোঁজ পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্যের ডিমের চরের দক্ষিণ পাশে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা।
২ ঘণ্টা আগেসাভারে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায়, সন্তান ও স্ত্রীর লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সাভারের আশুলিয়া থানার নরসিংহপুরের হা-মীম পোশাক কারখানার তিন নম্বর গেটসংলগ্ন এলাকার একটি টিনশেড বাড়ির
২ ঘণ্টা আগেআস্তানায় হামলার ৮ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে (মো. নাহিদুর রহমান) ২১ সেপ্টেম্বরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক রপ্তানি উন্নয়ন
২ ঘণ্টা আগে