কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে বন পাহারার দায়িত্ব পালনকালে অসতর্ক অবস্থায় নিজের বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বনরক্ষী। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা রাঙাঝিরি বনে এ ঘটনা ঘটেছে।
নিহত বনরক্ষী মো. আক্তারুজ্জামান (৪০) কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমারিয়াঘোনার রেঞ্জের আওতাধীন ভোমারিয়াঘোনা বিটে বনরক্ষী (ফরেস্ট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোরের ইছাখালী গ্রামে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বুধবার দুপুরে সংরক্ষিত বনের ভেতরে দায়িত্ব পালনকালে বনরক্ষী মো. আক্তারুজ্জামান নিজের নামে বরাদ্দ করা বন্দুকের গুলিতে আহত হন। এরপর সহকর্মীরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন বিভাগ বা নিহতের পরিবার থেকে এখনো কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। কী কারণে বা কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
বন বিভাগের ভোমরিয়াঘোনা বিটের বনজায়গিরদার প্রধান (হেডম্যান) বাদশা মিয়া বলেন, ‘গভীর বনে মো. আক্তারুজ্জামানসহ আরও দুজন বন পাহারার দায়িত্বে ছিলেন। এ সময় আক্তারুজ্জামানের বন্দুকে ত্রুটি দেখা দিলে তিনি তা মেরামতের চেষ্টা করেন। একপর্যায়ে অসতর্কতাবশত বন্দুক থেকে একটি গুলি তাঁর গলায় বিদ্ধ হয়।’
ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, ‘নিজের বন্দুকের গুলিতেই আক্তারুজ্জামানের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
কক্সবাজারের ঈদগাঁওয়ে বন পাহারার দায়িত্ব পালনকালে অসতর্ক অবস্থায় নিজের বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বনরক্ষী। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভাদিতলা রাঙাঝিরি বনে এ ঘটনা ঘটেছে।
নিহত বনরক্ষী মো. আক্তারুজ্জামান (৪০) কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমারিয়াঘোনার রেঞ্জের আওতাধীন ভোমারিয়াঘোনা বিটে বনরক্ষী (ফরেস্ট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোরের ইছাখালী গ্রামে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বুধবার দুপুরে সংরক্ষিত বনের ভেতরে দায়িত্ব পালনকালে বনরক্ষী মো. আক্তারুজ্জামান নিজের নামে বরাদ্দ করা বন্দুকের গুলিতে আহত হন। এরপর সহকর্মীরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন বিভাগ বা নিহতের পরিবার থেকে এখনো কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি। কী কারণে বা কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
বন বিভাগের ভোমরিয়াঘোনা বিটের বনজায়গিরদার প্রধান (হেডম্যান) বাদশা মিয়া বলেন, ‘গভীর বনে মো. আক্তারুজ্জামানসহ আরও দুজন বন পাহারার দায়িত্বে ছিলেন। এ সময় আক্তারুজ্জামানের বন্দুকে ত্রুটি দেখা দিলে তিনি তা মেরামতের চেষ্টা করেন। একপর্যায়ে অসতর্কতাবশত বন্দুক থেকে একটি গুলি তাঁর গলায় বিদ্ধ হয়।’
ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান বলেন, ‘নিজের বন্দুকের গুলিতেই আক্তারুজ্জামানের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
২২ মিনিট আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৩০ মিনিট আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
১ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে