চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের সাত দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন রুকাইয়া (১৮) নামের এক নববধূ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই নববধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুকাইয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাঝেরপাড়ার সাইফুল ইসলামের মেয়ে।
জানা যায়, গত শুক্রবার পারিবারিকভাবে একই উপজেলার রুবেল নামের এক প্রবাসীর সঙ্গে বিয়ে হয় রুকাইয়ার। বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে নিজ বাড়িতে বেড়াতে আসেন তিনি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে অচেতন হয়ে পড়ে যান তিনি। এ সময় তাঁর মুখে বিষের গন্ধ পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মেয়েটিকে জরুরি বিভাগে নেন। তিনি বিষপান করেছেন বলে পরিবারের সদস্যরা জানান। তবে জরুরি বিভাগে মেয়েটিকে মৃত অবস্থা পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিয়ের সাত দিনের মাথায় ওই নববধূর আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’
চুয়াডাঙ্গায় প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের সাত দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন রুকাইয়া (১৮) নামের এক নববধূ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওই নববধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুকাইয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাঝেরপাড়ার সাইফুল ইসলামের মেয়ে।
জানা যায়, গত শুক্রবার পারিবারিকভাবে একই উপজেলার রুবেল নামের এক প্রবাসীর সঙ্গে বিয়ে হয় রুকাইয়ার। বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে নিজ বাড়িতে বেড়াতে আসেন তিনি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে অচেতন হয়ে পড়ে যান তিনি। এ সময় তাঁর মুখে বিষের গন্ধ পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মেয়েটিকে জরুরি বিভাগে নেন। তিনি বিষপান করেছেন বলে পরিবারের সদস্যরা জানান। তবে জরুরি বিভাগে মেয়েটিকে মৃত অবস্থা পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিয়ের সাত দিনের মাথায় ওই নববধূর আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোবার ঘরে তার প্রথম স্ত্রী সুমি খাতুন বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী এবং তাদের শিশু সন্তান ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে বাহারুল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা...
৩ মিনিট আগেফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা দাসপাড়া আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দ ১৪টি ঘরের মধ্যে দুটি ঘর স্থানীয় প্রভাবশালীরা জোর করে দখল করে রেখেছেন। অন্যদিকে, দুটি ঘরে রয়েছেন ভাড়াটিয়া। জেসমিন বেগম নামে এক ভাড়াটিয়া জানান, যারা ঘর বরাদ্দ পেয়েছেন, তারা সেখানে দীর্ঘদিন ধরে...
৮ মিনিট আগেনিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে শাকিল খন্দকারের সঙ্গে স্থানীয় শামীম ও পলাশের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলের আত্মীয় সুজন তাকে তেলিপুকুর গ্যাসপাম্পের পেছনে ডেকে নেন। সেখানে গেলে পলাশ...
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘ঈদে মিলাদুন্নবী’ উপলক্ষে ছুটির দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার সকালে কাজে যোগ দেওয়ার পর তারা একত্রিত হয়ে উপজেলার টিপুরদী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার...
৪১ মিনিট আগে