Ajker Patrika

নারীর চোখ থেঁতলানো লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নারীর চোখ থেঁতলানো লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার 

নোয়াখালীর সুবর্ণচরে খাল থেকে হালিমা বেগমের (৪৮) চোখ থেঁতলানো লাশ উদ্ধারের ঘটনায় স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১১ এর সদস্যরা জসিম উদ্দিনকে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থেকে গ্রেপ্তার করেন। পরে দিবাগত রাত দেড়টার দিকে চরজব্বার থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। 
 
এর আগে, গত বৃহস্পতিবার ওই নারীর লাশ উদ্ধারের পর রাতেই নিহতের বড় ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫–৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

নিহত হালিমা লক্ষ্মীপুর জেলার মৃত আব্দুল লতিফের মেয়ে ও জসিম উদ্দিনের স্ত্রী। ১০ বছর ধরে হালিমা ও জসিম আলাদা থাকেন। এই দম্পতির পাঁচ ছেলে সন্তান রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র‍্যাবের কাছে গ্রেপ্তার পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই হাত–পা বাঁধা অবস্থায় চোখ থেতলানো ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা তাঁর বসত ঘরে একাই বাস করতেন। তবে ছোট ছেলে বয়ান (২৫) প্রায় আসা যাওয়া করতেন। গত বুধবার বড় ছেলে শরীফের স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় আদালতে হাজিরা দিয়ে হালিমা বিকেলে বাড়ি ফিরে আসেন। পরে এক প্রতিবেশীর বাড়িতে সন্ধ্যা ৭টা পর্যন্ত আড্ডা দেন। এর মধ্যে হালিমা মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তির কল পেয়ে সেখান থেকে চলে যান। পরদিন সকালে তাঁর বসত ঘরের অদূরে এক খালে তাঁর হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত