Ajker Patrika

ইমামের লেবাসে অপকর্ম, আটকা পড়লেন র‍্যাবের ফাঁদে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ইমামের লেবাসে অপকর্ম, আটকা পড়লেন র‍্যাবের ফাঁদে

বোরহান উদ্দিন পেশায় মসজিদের ইমাম। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের চাকরি করেছেন তিনি। যেখানে চাকরি করেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারেও ছিলেন টানা ১১ মাস। গত ৬ ফেব্রুয়ারি এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। পালিয়ে গিয়ে রেহাই পেলেন না, আটকা পড়লেন র‍্যাবের ফাঁদে।

আজ শুক্রবার হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ সিপিসি-১ এর সদস্যরা। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা। 

র‍্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করেন বোরহান উদ্দিন। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তার পরিবার থেকে র‍্যাবের কাছে বিষয়টি জানান হয়।

অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে র‍্যাব। অবশেষে ঘটনার ১০ দিন পর র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী বোরহান উদ্দিন ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের বাবা। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আখাউড়া থানা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ১১ মাস কারাভোগ করে তিনি সম্প্রতি জামিনে বের হয়ে আবারও অপকর্ম শুরু করেন।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরও বলেন, ‘সদর উপজেলার একটি স্কুলে অপহৃত ওই স্কুলছাত্রী পড়াশোনা করত। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানান ভাবে ওই স্কুলছাত্রীকে ফুসলানোর চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনার মামলার আসামি বোরহান উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত