Ajker Patrika

কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের আরও ১৮ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের আরও ১৮ জন গ্রেপ্তার

কোটা আন্দোলন কেন্দ্রিক সহিংসতার ঘটনায় কুমিল্লা জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ৭ দিনে নাশকতার পাঁচ মামলায় ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল্লাহ রতন, তাঁতি দলের সহসভাপতি মো. শাহাজাদা, মহানগর জামায়াতের নায়েবে আমির নুরুদ্দিন, জামায়াত নেতা আবুল হাশেমসহ বিএনপি-জামাতের আরও ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার পর্যন্ত গত ৭ দিনে নাশকতার পাঁচটি মামলায় ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান জানান, পাঁচটি নাশকতা মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা সরাসরি নাশকতার সঙ্গে জড়িত তাঁদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত