Ajker Patrika

পাঁচ জেলাকে ইসির বিশেষ এলাকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০১
পাঁচ জেলাকে ইসির বিশেষ এলাকা ঘোষণা

চট্টগ্রামের তিন পার্বত্য জেলাসহ পাঁচ জেলায় রোহিঙ্গা ভোটার ঠেকাতে বিশেষ এলাকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এর মাধ্যমে স্থানীয় এলাকার ভোটার নিবন্ধন কার্যক্রম আরও সহজীকরণ হবে বলে মত দেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। 

জানা গেছে, এসব বিশেষ এলাকার নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য তিনটি (এ-বি, সি ও ডি) ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির মধ্যে যাঁরা পড়বেন তাঁদের চারটি ডকুমেন্টস অবশ্যই লাগবে। এ ছাড়া যাঁরা ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন, তাঁদের ভোটার নিবন্ধন কার্যক্রম বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে। 

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী জানান, রোহিঙ্গা-অধ্যুষিত বিশেষ এলাকায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, এ জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি সহজ করতে এই সিদ্ধান্ত সহায়ক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত