Ajker Patrika

স্কুলের ছাদে বিদ্যুতের তারে ঝুলছিল ছাত্রের মরদেহ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২: ০৯
স্কুলের ছাদে বিদ্যুতের তারে ঝুলছিল ছাত্রের মরদেহ

ফেনীর পরশুরাম অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্র বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। মো. পারভেজ (১২) নামে ওই শিক্ষার্থী উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের শাহ আলমের ছেলে। শাহ আলমের দুই ছেলে এক মেয়ের মধ্যে পারভেজ সবার বড়। 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পরশুরাম পৌর এলাকার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাদে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে পারভেজ সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। ফুটবলটি স্কুলের ছাদে উঠে গেলে পারভেজ সেটি আনতে ছাদে যায়। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। নামতে দেরি হওয়ায় সহপাঠীরা তাকে বল নিয়ে নিচে নামতে চিৎকার করে ডাকতে থাকে। কোনো সাড়া না পেয়ে তারা ছাদে গিয়ে দেখে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে পারভেজ। 

খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পারজের মরদেহ নামিয়ে আনেন। 

পরশুরাম অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম জানান, পারভেজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ফুটবল নামাতে গিয়ে ছাদের ওপর দিয়ে যাওয়া থাকা পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা গেছে। 

এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্কুলের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত