Ajker Patrika

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী হয়েছেন। গত বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। 

নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রার্থীরা হলেন—সভাপতি পদে ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে মো. তারেক, সিনিয়র সহসভাপতি পদে মো. জাকারিয়া। এ ছাড়া সহসভাপতি পদে ফখরুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) নুরুল ইসলাম সায়েম, সহসাধারণ সম্পাদক (হিসাব) মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রার্থী হয়েছেন। 

অন্যদিকে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন, সাধারণ সম্পাদক তওহীদুল আনোয়ার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তাহের-২, সহসভাপতি নাজিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) সাহাব উদ্দিন সাহিব, সহসাধারণ সম্পাদক (হিসাব) মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাহীন এবং আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আরাফাত বাপ্পা। এ ছাড়া দুই প্যানেলে নয়টি সদস্য পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর পরদিন ২০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মুহাম্মদ বাকের। 

আইনজীবী সমিতি সূত্র জানায়, সমিতির মোট ভোটার সংখ্যা ৮১০ জন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের ভোট কেন্দ্রে ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে রয়েছেন ৫৯ জন। আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত