Ajker Patrika

প্রকাশ্যে ব্যালটে সিল মারা সেই সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০১: ২৩
প্রকাশ্যে ব্যালটে সিল মারা সেই সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিওতে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। 

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের বাড়ির সামনে থেকে তাঁকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে চন্দ্রগঞ্জ থানায় আজাদ হোসেনকে হস্তান্তর করা হয়। 

এদিকে আজাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি চন্দ্রগঞ্জ থানা, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করলেও সংবাদমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি কেউ। 

একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আলোচিত এই ঘটনায় অভিযুক্ত আজাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় দেওপাড়া থেকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাঁদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আজাদ হোসেনকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

পরে আজ বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বেলায়েত হোসেনের আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. শফিকুল মুকুল। 

উল্লেখ্য, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজাদ হোসেন। 

ভোটের পরদিন কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারের পর নির্বাচন কমিশনের নজরে আসে ঘটনাটি।  

পরে এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। উপনির্বাচনের ফলাফলের গেজেটও স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত