লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিওতে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের বাড়ির সামনে থেকে তাঁকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে চন্দ্রগঞ্জ থানায় আজাদ হোসেনকে হস্তান্তর করা হয়।
এদিকে আজাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি চন্দ্রগঞ্জ থানা, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করলেও সংবাদমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি কেউ।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আলোচিত এই ঘটনায় অভিযুক্ত আজাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় দেওপাড়া থেকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাঁদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আজাদ হোসেনকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পরে আজ বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বেলায়েত হোসেনের আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. শফিকুল মুকুল।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজাদ হোসেন।
ভোটের পরদিন কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারের পর নির্বাচন কমিশনের নজরে আসে ঘটনাটি।
পরে এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। উপনির্বাচনের ফলাফলের গেজেটও স্থগিত করা হয়।
লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিওতে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের বাড়ির সামনে থেকে তাঁকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে চন্দ্রগঞ্জ থানায় আজাদ হোসেনকে হস্তান্তর করা হয়।
এদিকে আজাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি চন্দ্রগঞ্জ থানা, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করলেও সংবাদমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি কেউ।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আলোচিত এই ঘটনায় অভিযুক্ত আজাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় দেওপাড়া থেকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাঁদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আজাদ হোসেনকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পরে আজ বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বেলায়েত হোসেনের আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. শফিকুল মুকুল।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজাদ হোসেন।
ভোটের পরদিন কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারের পর নির্বাচন কমিশনের নজরে আসে ঘটনাটি।
পরে এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। উপনির্বাচনের ফলাফলের গেজেটও স্থগিত করা হয়।
চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
২১ মিনিট আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
২২ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
২৫ মিনিট আগে