Ajker Patrika

টেকনাফে হাবিব উল্লাহ বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে হাবিব উল্লাহ বাহিনীর প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে হাবিবুল্লাহ বাহিনীর প্রধান হাবিব উল্লাহ (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার ৩টার দিকে ২৭ নম্বর জাদিমুড়া শিবির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

হাবিব উল্লাহ হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া মৃত কালা চানের ছেলে। 

 ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মাদক সম্রাট ও সন্ত্রাসী হাবিব উল্লাহ বাহিনীর প্রধান হাবিল্লাহ শিবিরে অপরাধ সংঘটিত করার জন্য ঢুকেছে। এরই প্রেক্ষিতে এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করে জাদিমুড়া শিবিরের ব্লক-সি/ ২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে ওই তাঁকে গ্রেপ্তার করে। 

জানা যায়, অস্ত্রধারী সন্ত্রাসী ও জাদিমুড়া এলাকার স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গডফাদার বলে ব্যাপক পরিচিত হাবিব উল্লাহ। তাঁর পিসিপিআর যাচাই করে তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। শিবিরে আত্মগোপনে ছিল হাবিব। সে কারণে পুলিশ তাঁকে অনেক খুঁজেও গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে আর্মড পুলিশের জালে আটকা পড়েন তিনি। 

এসপি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত