Ajker Patrika

সীতাকুণ্ডে প্রাইভেটকার চাপায় যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে প্রাইভেটকার চাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার চাপায় ফরিদুল আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার সেরাজুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য জহিরুল ইসলামের জন্য মালা আনতে সন্ধ্যা সাড়ে ৭টায় শুকলাল হাটে দৌড়ে মহাসড়ক পার হচ্ছিলেন ফরিদুল। এ সময় চট্টগ্রামমুখী প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে চট্টগ্রামমুখী মহাসড়ক থেকে ২০ ফুট দূরে ঢাকামুখী মহাসড়কে ছিটকে পড়ে। 

দুর্ঘটনার পর তাঁকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আমির ফারুক বলেন, নিহত যুবকের মরদেহ স্থানীয় ইউপি সদস্য ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত