Ajker Patrika

তিন তলার ছাদ থেকে পড়ে কলেজছাত্র নিহত, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২: ০৭
লক্ষ্মীপুরে মার্কেটের তিন তলা ছাদ থেকে পড়ে মারা যাওয়া কলেজছাত্র মো. সিরাজ উদ্দিন (মাইকের স্পিকার হাতে)। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে মার্কেটের তিন তলা ছাদ থেকে পড়ে মারা যাওয়া কলেজছাত্র মো. সিরাজ উদ্দিন (মাইকের স্পিকার হাতে)। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি মার্কেটের তিনতলার ছাদ থেকে পড়ে মো. সিরাজ উদ্দিন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজ তাঁর বন্ধুসহ চারজনে মিলে ছাদে বসে গাঁজা সেবন ও আড্ডা দিচ্ছিলেন। তবে এটি দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড, পুলিশ তা খতিয়ে দেখেছে।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে শহরের উত্তর তেমুহানী এলাকার একটি মার্কেটের ছাদ থেকে পড়ে যান সিরাজ উদ্দিন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে সিরাজকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।

সিরাজ উদ্দিন পৌর শহরের লিল্লাহ মসজিদসংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে বসে মোবারক, আল আমিন ও ফারুক নামের তিনজন মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা গাঁজা সেবন করেন। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সিরাজ। এ ঘটনার পর তাঁর বন্ধু এবং স্বজনেরা মোবারককে ধরে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা দেন এবং গাঁজা সেবন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আড্ডার একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান। সিরাজের সঙ্গে থাকা মোবারক নামের এক যুবককে মারধর করে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত