Ajker Patrika

রামগড়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
রামগড়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

খাগড়াছড়ির রামগড়ে সাপের কামড়ে উষা মারমা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে মারা যান তিনি। নিহত উষা মারমা উপজেলার ছোটখেদা গ্রামের সেলেহা মারমার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে জমিতে গরু খুঁজতে যান উষা। তখন তাঁকে সাপ কামর দিলে পরিবারের লোকজন রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলেন। এ সময় তাঁকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে আজ সকাল ১১টায় সে মারা যায়।

এদিকে হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসা না থাকায় স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে কয়েকজন এলাকাবাসী ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ডা. বিজয় মজুমদার বলেন, রাত ১২টার দিকে ওই রোগীকে নিয়ে তাঁর পরিবার হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করতে বলা হয়।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রামগড়ের দক্ষিণ লামকুপাড়া এলাকায় তাহমিনা আক্তার নামের এক শিশু সাপের কামড়ে মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত