কুবি প্রতিনিধি
মেসে রুমমেটের গেস্ট আনা নিয়ে বিরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রায় ২০টি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় এলাকায় ‘বাচ্চু মিয়ার মেস’ নামের একটি ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাড়িওয়ালা ও মেসে অবস্থান করা ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী রাবিনা ঐশী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্রী জুবায়দা ফৌজিয়া নদী মেসে একই কক্ষে থাকেন। ঐশীর এক বান্ধবী নিয়মিত গ্রুপ স্টাডির জন্য আসতেন। ঘরে নিয়মিত আড্ডাও জমত। অনেক দিন ধরেই এ নিয়ে বিরক্ত ছিলেন নদী।
গত শনিবার নদী মেস মালিক সোহাগ আলীকে এই সমস্যার কথা জানান নদী। সোহাগ আলী ঐশীকে গেস্ট সংখ্যা কমাতে বলেন। এটিকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই ছাত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। ঐশী পরে ঘটনাটি তাঁর বিভাগের সিনিয়র কয়েকজনকে জানান। তখন তাঁরা বাড়িওয়ালাকে খুঁজতে খুঁজতে মেয়েদের মেসের ভেতর প্রবেশ করেন।
নদীর অভিযোগ, মেসে ঢুকে ঐশীর বন্ধু ও সিনিয়ররা তাঁকে শাসিয়েছেন। তিনি বলেন, ‘উনারা মেসে ঢুকে আমাকে বলে, তোরে মাইরা ফালাইয়া রাইখা যামু কেউ টেরও পাইব না। তোর বাপ-মা শিক্ষা দেয় নাই? ক্যাম্পাসে কেমনে ফ্রিলি চলিস দেইখা নিমু নে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নদী সাহায্যের জন্য তাঁরও কয়েকজন ছেলে বন্ধুদের মেসে ডেকে আনেন। এ সময় দুই পক্ষের মধ্যে উচ্চবাচ্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাড়িওয়ালা দুই গ্রুপকে নিয়ে নিচে নেমে যান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদও সেখানে ছিলেন। তাঁরা বাড়িওয়ালা ও শিক্ষার্থীদের সঙ্গে বসে কক্ষ পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান দেন। ঐশীকে রুম ছেড়ে দিতে বলা হয়।
মেস মালিক সোহাগ আলী বলেন, ‘আমার কাছে নদী অভিযোগ করেছিল, তার রুমমেট ঐশী বান্ধবী নিয়ে রুমে আড্ডা দেয়, এতে তার ডিস্টার্ব হয়। আমি ঐশীকে বলেছিলাম যেন এমন আর না করে। এরপর সন্ধ্যায় নদীর মা আমাকে ফোন দিয়ে বলে তাঁর মেয়ে নাকি কান্না করতেছে। সাথে সাথেই আমি সেখানে যাই। আমি যাওয়ার দুই থেকে তিন মিনিটের ভেতরে ঐশীর ছেলে বন্ধুরা মেসে আসে। এরপর তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। কিন্তু কেউ কাউকে গালিগালাজ বা মারধর করার হুমকি দেয়নি। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম।’
সোহাগ আরও বলেন, ‘এরপর নদীর ছেলে বন্ধুরাও মেসে আসে। দুই পক্ষের মাঝে আবারও কথা-কাটাকাটি হয়। তারপর ছেলেদের সবাইকে দ্রুত মেসের বাইরে নিয়ে আসি। এরপর সেখানে ছাত্রলীগের সভাপতি ইলিয়াসসহ কয়েকজনের উপস্থিতিতে বিষয়টা প্রাথমিকভাবে সমাধান হয়।’
বিষয়টি সমাধানের পর রুমে ফিরে গিয়ে নদী ‘জীবন ও সম্ভ্রম নিয়ে শঙ্কায় আছেন’ উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তাঁর ওই স্ট্যাটাস ছড়িয়ে পড়লে কমেন্টে নানা ধরনের কটু মন্তব্য করেন অনেকেই। নদীর স্ট্যাটাসে লেখা সবকিছু মিথ্যা ও বানোয়াট এমন অভিযোগ তুলে পাল্টা স্ট্যাটাস দেন ঐশী। এরপর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐশী। তাঁর কক্ষে গিয়ে মেসের অন্য ছাত্রীরা তাঁকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর তাঁকে ঢাকায় পাঠানো হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল এ বিষয়ে বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাঁকে আইসিইউতে রাখা দরকার। তাই আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমার কাছে একজন লিখিত অভিযোগ দিয়ে গেছে। আমরা এটা নিয়ে আলোচনা করবো। আরেকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, তাই তাড়াহুড়ো করছি না। দুই পক্ষের কথা শুনেই সমাধান দেওয়া হবে।’
মেসে রুমমেটের গেস্ট আনা নিয়ে বিরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রায় ২০টি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় এলাকায় ‘বাচ্চু মিয়ার মেস’ নামের একটি ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাড়িওয়ালা ও মেসে অবস্থান করা ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী রাবিনা ঐশী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্রী জুবায়দা ফৌজিয়া নদী মেসে একই কক্ষে থাকেন। ঐশীর এক বান্ধবী নিয়মিত গ্রুপ স্টাডির জন্য আসতেন। ঘরে নিয়মিত আড্ডাও জমত। অনেক দিন ধরেই এ নিয়ে বিরক্ত ছিলেন নদী।
গত শনিবার নদী মেস মালিক সোহাগ আলীকে এই সমস্যার কথা জানান নদী। সোহাগ আলী ঐশীকে গেস্ট সংখ্যা কমাতে বলেন। এটিকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই ছাত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। ঐশী পরে ঘটনাটি তাঁর বিভাগের সিনিয়র কয়েকজনকে জানান। তখন তাঁরা বাড়িওয়ালাকে খুঁজতে খুঁজতে মেয়েদের মেসের ভেতর প্রবেশ করেন।
নদীর অভিযোগ, মেসে ঢুকে ঐশীর বন্ধু ও সিনিয়ররা তাঁকে শাসিয়েছেন। তিনি বলেন, ‘উনারা মেসে ঢুকে আমাকে বলে, তোরে মাইরা ফালাইয়া রাইখা যামু কেউ টেরও পাইব না। তোর বাপ-মা শিক্ষা দেয় নাই? ক্যাম্পাসে কেমনে ফ্রিলি চলিস দেইখা নিমু নে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নদী সাহায্যের জন্য তাঁরও কয়েকজন ছেলে বন্ধুদের মেসে ডেকে আনেন। এ সময় দুই পক্ষের মধ্যে উচ্চবাচ্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাড়িওয়ালা দুই গ্রুপকে নিয়ে নিচে নেমে যান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদও সেখানে ছিলেন। তাঁরা বাড়িওয়ালা ও শিক্ষার্থীদের সঙ্গে বসে কক্ষ পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান দেন। ঐশীকে রুম ছেড়ে দিতে বলা হয়।
মেস মালিক সোহাগ আলী বলেন, ‘আমার কাছে নদী অভিযোগ করেছিল, তার রুমমেট ঐশী বান্ধবী নিয়ে রুমে আড্ডা দেয়, এতে তার ডিস্টার্ব হয়। আমি ঐশীকে বলেছিলাম যেন এমন আর না করে। এরপর সন্ধ্যায় নদীর মা আমাকে ফোন দিয়ে বলে তাঁর মেয়ে নাকি কান্না করতেছে। সাথে সাথেই আমি সেখানে যাই। আমি যাওয়ার দুই থেকে তিন মিনিটের ভেতরে ঐশীর ছেলে বন্ধুরা মেসে আসে। এরপর তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। কিন্তু কেউ কাউকে গালিগালাজ বা মারধর করার হুমকি দেয়নি। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম।’
সোহাগ আরও বলেন, ‘এরপর নদীর ছেলে বন্ধুরাও মেসে আসে। দুই পক্ষের মাঝে আবারও কথা-কাটাকাটি হয়। তারপর ছেলেদের সবাইকে দ্রুত মেসের বাইরে নিয়ে আসি। এরপর সেখানে ছাত্রলীগের সভাপতি ইলিয়াসসহ কয়েকজনের উপস্থিতিতে বিষয়টা প্রাথমিকভাবে সমাধান হয়।’
বিষয়টি সমাধানের পর রুমে ফিরে গিয়ে নদী ‘জীবন ও সম্ভ্রম নিয়ে শঙ্কায় আছেন’ উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তাঁর ওই স্ট্যাটাস ছড়িয়ে পড়লে কমেন্টে নানা ধরনের কটু মন্তব্য করেন অনেকেই। নদীর স্ট্যাটাসে লেখা সবকিছু মিথ্যা ও বানোয়াট এমন অভিযোগ তুলে পাল্টা স্ট্যাটাস দেন ঐশী। এরপর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐশী। তাঁর কক্ষে গিয়ে মেসের অন্য ছাত্রীরা তাঁকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর তাঁকে ঢাকায় পাঠানো হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহজালাল এ বিষয়ে বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাঁকে আইসিইউতে রাখা দরকার। তাই আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমার কাছে একজন লিখিত অভিযোগ দিয়ে গেছে। আমরা এটা নিয়ে আলোচনা করবো। আরেকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, তাই তাড়াহুড়ো করছি না। দুই পক্ষের কথা শুনেই সমাধান দেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৬ মিনিট আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
১৪ মিনিট আগেনারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে