Ajker Patrika

রাউজানে পুকুরে ধরা পড়ল ক্ষতিকর ‘সাকার ফিশ’

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে পুকুরে ধরা পড়ল ক্ষতিকর ‘সাকার ফিশ’

চট্টগ্রামের রাউজানে পুকুরে ক্ষতিকর সাকার ফিশ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডা. রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে মাছটি ধরা পড়ে।

স্থানীয় যুবক মোহাম্মদ ইরফানুল হক বলেন, সকালে হাত জাল নিয়ে বাড়ির পুকুরে জাল ফেলি। জাল টেনে আনার পর সাকার ফিশ নামের মাছটি জালে ধরা পড়ে। মাছটির সারা গায়ে সারি সারি ছোট ছোট কাটা এবং ছোট-কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। হাতজালে সাকার ফিশ ধরা পড়ার পর বিরল প্রজাতির এট মাছটি দেখতে বাড়ির লোকজন ভিড় জমায়। মাছটি ১৪০০ গ্রাম ওজনের। এটি ২০ ইঞ্চি লম্বা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার পরামর্শে মাছটি মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয়রা জানান, পুকুরের সঙ্গে বিলের সংযোগ থাকায় হালদা নদীর জোয়ারের পানির সঙ্গে মাছটি পুকুরে ঢুকে থাকতে পারে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ। অনেকে এটিকে রাক্ষুসে মাছও বলে থাকেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, ‘সাকার মাউথ ক্যাট ফিশ’ নামে বিরল প্রজাতির এই মাছ বিভিন্ন সময় রাউজানের পুকুর-জলাশয়ে ধরা পড়ে। মাছটির বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এই মাছ পরিবেশের জন্য ক্ষতিকর। মাছটি পুকুরের অন্যান্য মাছ খেয়ে ফেলে। এটি অক্সিজেন ছাড়া দুই-তিন দিন বেঁচে থাকতে পারে। মাছটি কোথাও পাওয়া গেলে কেটে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত