Ajker Patrika

হামলা প্রতিরোধের আগাম প্রস্তুতিতে রেলপুলিশের মহড়া

প্রতিবেদক
আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৮: ৫১
হামলা প্রতিরোধের আগাম প্রস্তুতিতে রেলপুলিশের মহড়া

চট্টগ্রাম: চট্টগ্রাম রেল স্টেশনের চারপাশ ঘিরে হঠাৎ হামলা শুরু হলে যেভাবে প্রতিরোধ করা হবে তার কসরত দেখালো রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)। আজ শনিবার সকাল ১০টা থেকে এ মহড়া শুরু হয়। মহড়ায় অংশ নেন শতাধিক রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্য। 

এ মহড়ায় বাহিনী দুটি দেখিয়েছে চট্টগ্রাম রেলস্টেশনে হামলা হলে যাত্রী ও রেলওয়ের সম্পদ অক্ষত রেখে কীভাবে হামলাকারীদের তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হবে। রেলের কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তা ঠেকানোর কসরতও দেখানো হয় এ মহড়ায়। মহড়ায় সদস্যদের পজিশন ও কাজকে ঝালাই করে নেওয়া হয়।

সম্প্রতি হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে লাখ লাখ টাকার ক্ষতি হয়। ব্যাপক ক্ষতি হয়েছে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনেরও। পটিয়ায় তুলে ফেলা হয় রেল লাইন, স্লিপার। ওই সময়ে হাটহাজারি রেলস্টেশনেও হামলার উদ্দেশ্যে জড়ো হয় হেফাজতের নেতাকর্মীরা।

চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বলেন, চট্টগ্রাম রেল স্টেশনে আপাতত কোন হামলার আশঙ্কা নেই। রুটিন মাফিক এ মহড়ার আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ জানানো হয় আরএনবিকে। পুলিশ সদসস্যদের প্রশিক্ষণকে ঝালাই করে নিতে প্রতিবছরই এ ধরনের মহড়া হয়। আর এ বছর লকডাউনের বন্ধকে কাজে লাগিয়ে সারাদেশের রেল স্টেশনগুলোতে এমন মহড়া চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সাওয়ার আলম ও আর এনবি চিফ ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহর নেতৃত্বে পৃথক দুটি টিম এ মহড়ায় অংশগ্রহণ করে। এতে বাহিনী দুটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এতে সার্বিক দিক নির্দেশনা দেন রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত