Ajker Patrika

চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে ভেঙে গেল শিশুর দাঁত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৭
চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে ভেঙে গেল শিশুর দাঁত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া পাথরে মো. আবির (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। পাথরের আঘাতে আবিরের তিনটি দাঁত ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মগপুকুরসংলগ্ন রেলওয়ের নির্মাণাধীন কালভার্ট এলাকায় চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেসে পাথর ছোড়ার এ ঘটনা ঘটে। 

আহত আবির কুমিল্লার কোটবাড়ী এলাকার মো. আদিলের ছেলে।

পাহাড়িকা এক্সপ্রেসে থাকা রেলওয়ের প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেসটি উপজেলার মগপুকুর এলাকায় রেলওয়ের নির্মাণাধীন কালভার্টের সামনে কিছুক্ষণ দাঁড়ায়। ট্রেনটি দাঁড়ানোর তিন-চার মিনিট পর রেললাইনের পশ্চিম পাশ থেকে দুর্বৃত্তরা ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ে। দুর্বৃত্তদের ছোড়া পাথর ট্রেনে অবস্থান করা মায়ের কোলে থাকা শিশু আবিরের মুখে লাগে। এতে আবিরের তিনটি দাঁত ভেঙে যায়। ঘটনার পর শিশুটির আর্তচিৎকারে রেলের বগির সব যাত্রী ছুটে আসে। এ সময় পাশের বগিতে থাকা চিকিৎসকের প্রাথমিক চিকিৎসায় শিশুটির দাঁতের রক্তক্ষরণ বন্ধ হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এস আই) সোহরাফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে চলন্ত ট্রেন লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে শিশু যাত্রীর মুখের সামনের দিকের তিনটি দাঁত ভেঙে গেছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আটক করতে অভিযান শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত