নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে বর্তমানে ২৯ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত।
পিযুষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় তারা সেখান থেকে কোথাও যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জাহাজটি নিরাপদ স্থানে আছেন। আমরা তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’
জাহাজে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক হোয়াটস্ অ্যাপে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইল সেখানে আঘাত হানতে পারে।
সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে শেষ পর্যন্ত জাহাজটি বেরিয়ে আসতে পারেনি বলে জানিয়েছে বিএসসি সূত্র।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিএসসির জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। আজ রোববারও ওই বন্দরের সামনের নদীতে নোঙর করে রাখা আছে। জাহাজটি পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। যুদ্ধের মুখে সেখানে আরও কয়েকটি জাহাজ আটকা পড়েছে।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে বর্তমানে ২৯ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত।
পিযুষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় তারা সেখান থেকে কোথাও যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জাহাজটি নিরাপদ স্থানে আছেন। আমরা তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’
জাহাজে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক হোয়াটস্ অ্যাপে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইল সেখানে আঘাত হানতে পারে।
সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে শেষ পর্যন্ত জাহাজটি বেরিয়ে আসতে পারেনি বলে জানিয়েছে বিএসসি সূত্র।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিএসসির জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। আজ রোববারও ওই বন্দরের সামনের নদীতে নোঙর করে রাখা আছে। জাহাজটি পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। যুদ্ধের মুখে সেখানে আরও কয়েকটি জাহাজ আটকা পড়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
২০ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে