চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় টহল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়ার বেইলি সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি এলজি বন্দুক, দুটি কার্তুজ, একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি লোহার শাবল, তিনটি মোবাইল ফোন ও মুখোশ উদ্ধার করেছে। পুলিশ দাবি, নিহত ব্যক্তি একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
নিহত ব্যক্তির নাম সাজেদুল ইসলাম ওরফে মুন্না (২৮)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা গ্রামের বাসিন্দা।
বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, ‘ডাকাতদলের ছয়জন মোটরসাইকেল আরোহী ছিল। পুলিশ অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল। এ সময় পুলিশকে গতিরোধ করলে ডাকাত দলের সঙ্গে ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহত হন। নিহত ব্যক্তি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
চকরিয়া থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে বানিয়াছড়া-পহরচাঁদা ডান্ডিবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের অটোরিকশাটি বরইতলী হারবাং ছড়া বেইলি সেতুর অদূরে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন লোক দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি ব্রিজ পার হলে পুলিশকে গতিরোধ করে।
পুলিশ অটোরিকশা থেকে নামলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে অজ্ঞাত ছয় ব্যক্তি। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থল গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানায় পুলিশ।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় টহল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়ার বেইলি সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি এলজি বন্দুক, দুটি কার্তুজ, একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি লোহার শাবল, তিনটি মোবাইল ফোন ও মুখোশ উদ্ধার করেছে। পুলিশ দাবি, নিহত ব্যক্তি একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
নিহত ব্যক্তির নাম সাজেদুল ইসলাম ওরফে মুন্না (২৮)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা গ্রামের বাসিন্দা।
বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, ‘ডাকাতদলের ছয়জন মোটরসাইকেল আরোহী ছিল। পুলিশ অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল। এ সময় পুলিশকে গতিরোধ করলে ডাকাত দলের সঙ্গে ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহত হন। নিহত ব্যক্তি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
চকরিয়া থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে বানিয়াছড়া-পহরচাঁদা ডান্ডিবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের অটোরিকশাটি বরইতলী হারবাং ছড়া বেইলি সেতুর অদূরে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন লোক দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি ব্রিজ পার হলে পুলিশকে গতিরোধ করে।
পুলিশ অটোরিকশা থেকে নামলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে অজ্ঞাত ছয় ব্যক্তি। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থল গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানায় পুলিশ।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
১ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে