বরকল (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বরকলে তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই। আজ সোমবার সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাঁস খেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।
বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি মংহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ–লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা।’
মো. মতিউল ইসলাম মণ্ডল আরও বলেন, ‘জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেছি। এ জন্য জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়। আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব। সকলেই এ উৎসব উপভোগ করেছেন।’
সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন, ‘প্রতি বছরের মতো এ বছর পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই। এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যাহত থাকে এ প্রত্যাশা রাখেন তিনি।
এ সময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কায়গ্রীন মারমা, সদস্য উজ্জ্বল ত্রিপুরা, সদস্য প্রুথোয়াই মারমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির বরকলে তরুণ তরুণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই। আজ সোমবার সকালে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার খেলার মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাঁস খেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন বরকল মাসস।
বরকল উপজেলা মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি মংহ্লাচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন ও বরকল থানার ওসি মো. নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মতিউল ইসলাম মণ্ডল বলেন, ‘সকল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে হবে। হিংসা, বিদ্বেষ, লোভ–লালসা এসব মন থেকে দূর করতে হবে। কারণ এগুলোই সকল ধর্মের শিক্ষা।’
মো. মতিউল ইসলাম মণ্ডল আরও বলেন, ‘জলকেলি শব্দটি ছোটবেলা থেকে শুনে আসলেও দেখার সুযোগ হয়নি। কিন্তু এবারে বরকলে যোগদানের পর স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আনন্দবোধ করেছি। এ জন্য জলকেলি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, ‘পাহাড়ের মানুষ খুবই আনন্দপ্রিয়। আর মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব হলো জলকেলি উৎসব। সকলেই এ উৎসব উপভোগ করেছেন।’
সভাপতি বক্তব্য মংহ্লাচিং মারমা বলেন, ‘প্রতি বছরের মতো এ বছর পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে সানন্দে গ্রহণ করে আমাদের এ সাংগ্রাই। এর পাশাপাশি জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিত থাকায় এবং সহযোগিতা করায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ সহযোগিতা অব্যাহত থাকে এ প্রত্যাশা রাখেন তিনি।
এ সময় সাংগ্রাই ও জলকেলি উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কায়গ্রীন মারমা, সদস্য উজ্জ্বল ত্রিপুরা, সদস্য প্রুথোয়াই মারমাসহ মারমা সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১ সেকেন্ড আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৪ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩০ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে