Ajker Patrika

জান আলীরহাট স্টেশনে ২৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জান আলীরহাট স্টেশনে ২৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরের চান্দগাঁও থানার জান আলীর রেলস্টেশন এলাকায় ২৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক একর জায়গা উদ্ধার করেছে রেল পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ। আজ বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। 

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম আজকের পত্রিকাকে জানান, জান আলীরহাট রেলস্টেশনের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছিল সেমিপাকা ও টিনশেড ঘর। এসব উচ্ছেদ করে এক দশমিক শূন্য ৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে। 

অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা, রেলওয়ের তড়িৎ প্রকৌশল বিভাগ, পুলিশ ও জিআরপি পুলিশসহ ৬১ জন সদস্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত