প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে সাতটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর হানিফ বাড়ির নুরুল ইসলাম সওদাগরের সাত ছেলে ও তাঁদের পরিবারের চলাচলের পথ এটি। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানকার মানুষেরা একপ্রকার বন্দী জীবনযাপন করছেন।
আজ মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল হাকিম প্রতিবেশী আব্দুস সবুরকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মূল সড়ক হতে ঘরে প্রবেশের একমাত্র রাস্তা এটি। গত ২৭ জুন রোববার প্রভাবশালীরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে ঘর-গৃহস্থালিসহ প্রাত্যহিক কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছে না তাঁরা।
এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে তাঁরা প্রভাবশালী মহলের এই কাজের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযুক্ত আনোয়ার পাশা বলেন, এটি মূলত আমাদেরই জায়গা। তাঁরা দীর্ঘদিন ধরে এ পথ অন্যায়ভাবে ব্যবহার করে আসছিল। এখন আমাদের জায়গা আয়ত্তে এনেছি। এখানে আমরা কারও চলাচলের পথ বন্ধ করিনি।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে পরিষদে একটি অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, ‘বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’
ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে সাতটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর হানিফ বাড়ির নুরুল ইসলাম সওদাগরের সাত ছেলে ও তাঁদের পরিবারের চলাচলের পথ এটি। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানকার মানুষেরা একপ্রকার বন্দী জীবনযাপন করছেন।
আজ মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল হাকিম প্রতিবেশী আব্দুস সবুরকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মূল সড়ক হতে ঘরে প্রবেশের একমাত্র রাস্তা এটি। গত ২৭ জুন রোববার প্রভাবশালীরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে ঘর-গৃহস্থালিসহ প্রাত্যহিক কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছে না তাঁরা।
এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে তাঁরা প্রভাবশালী মহলের এই কাজের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযুক্ত আনোয়ার পাশা বলেন, এটি মূলত আমাদেরই জায়গা। তাঁরা দীর্ঘদিন ধরে এ পথ অন্যায়ভাবে ব্যবহার করে আসছিল। এখন আমাদের জায়গা আয়ত্তে এনেছি। এখানে আমরা কারও চলাচলের পথ বন্ধ করিনি।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে পরিষদে একটি অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, ‘বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২৪ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে