Ajker Patrika

ফটিকছড়িতে প্রভাবশালী কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি
ফটিকছড়িতে প্রভাবশালী কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে সাতটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর হানিফ বাড়ির নুরুল ইসলাম সওদাগরের সাত ছেলে ও তাঁদের পরিবারের চলাচলের পথ এটি। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানকার মানুষেরা একপ্রকার বন্দী জীবনযাপন করছেন।

আজ মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল হাকিম প্রতিবেশী আব্দুস সবুরকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মূল সড়ক হতে ঘরে প্রবেশের একমাত্র রাস্তা এটি। গত ২৭ জুন রোববার প্রভাবশালীরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে ঘর-গৃহস্থালিসহ প্রাত্যহিক কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছে না তাঁরা।

এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে তাঁরা প্রভাবশালী মহলের এই কাজের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

অভিযুক্ত আনোয়ার পাশা বলেন, এটি মূলত আমাদেরই জায়গা। তাঁরা দীর্ঘদিন ধরে এ পথ অন্যায়ভাবে ব্যবহার করে আসছিল। এখন আমাদের জায়গা আয়ত্তে এনেছি। এখানে আমরা কারও চলাচলের পথ বন্ধ করিনি।

সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে পরিষদে একটি অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, ‘বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত