নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক কর্মকর্তা ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থার সহকারী পরিচালক মো. আবদুল মালেক বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮), স্ত্রী সেলিনা আক্তার (৪৮) ও মেয়ে সাদিয়া আক্তার ফারহা (২৮)। তাঁরা নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় বসবাস করেন।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর উপপরিচালক আতিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উল্লিখিত তিনজনের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। উভয় মামলায় আসামিদের পক্ষ থেকে সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি গোলাম কিবরিয়া হাজারী অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৬৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। একই সঙ্গে তাঁর কাছে ৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৬৫৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অস্থাবর সম্পদ পাওয়া যায়।
এসব সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে আসামি (২) সাদিয়া আক্তার ফারহার বিরুদ্ধে বাবার অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর নামে সম্পদ অর্জনের সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এতে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
একই বাদীর অপর মামলায় আসামি করা হয়েছে মিসেস সেলিনা আক্তার ও স্বামী গোলাম কিবরিয়া হাজারীকে। মামলার এজাহারে বলা হয়েছে, মিসেস সেলিনা আকতার অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।
একই সঙ্গে ৪ কোটি ৯৯ লাখ ১৩৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এসব কারণে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। একইভাবে আসামি গোলাম কিবরিয়া হাজারী কাস্টমসে কর্মরত অবস্থায় অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্ত্রী মিসেস সেলিনা আকতারের নামে সম্পদ অর্জনে সহযোগিতা করায় দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক কর্মকর্তা ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থার সহকারী পরিচালক মো. আবদুল মালেক বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮), স্ত্রী সেলিনা আক্তার (৪৮) ও মেয়ে সাদিয়া আক্তার ফারহা (২৮)। তাঁরা নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকায় বসবাস করেন।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-২-এর উপপরিচালক আতিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উল্লিখিত তিনজনের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। উভয় মামলায় আসামিদের পক্ষ থেকে সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি গোলাম কিবরিয়া হাজারী অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৬৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। একই সঙ্গে তাঁর কাছে ৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৬৫৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অস্থাবর সম্পদ পাওয়া যায়।
এসব সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে আসামি (২) সাদিয়া আক্তার ফারহার বিরুদ্ধে বাবার অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর নামে সম্পদ অর্জনের সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। এতে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
একই বাদীর অপর মামলায় আসামি করা হয়েছে মিসেস সেলিনা আক্তার ও স্বামী গোলাম কিবরিয়া হাজারীকে। মামলার এজাহারে বলা হয়েছে, মিসেস সেলিনা আকতার অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন।
একই সঙ্গে ৪ কোটি ৯৯ লাখ ১৩৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এসব কারণে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। একইভাবে আসামি গোলাম কিবরিয়া হাজারী কাস্টমসে কর্মরত অবস্থায় অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্ত্রী মিসেস সেলিনা আকতারের নামে সম্পদ অর্জনে সহযোগিতা করায় দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে