লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চারজন প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন।
চারজন প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, জাতীয় পার্টির রাকিব হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সেলিম মাহমুদ, জাকের পার্টির সামছুল ইসলাম খোকন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ ও নারী ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন। আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না। তাই জাতীয় পার্টির প্রার্থীকে বেছে নিবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা তাঁর।
আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক। যে প্রতীকের মাধ্যমে দেশের আনাচে-কানাচে উন্নয়নের বন্যা বয়ে গেছে। সেটা লক্ষ্মীপুর-৩ আসনেও হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের অসমাপ্ত কাজগুলো শেষ করার আশা করেন তিনি।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
একই সঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর।
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চারজন প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন।
চারজন প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, জাতীয় পার্টির রাকিব হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সেলিম মাহমুদ, জাকের পার্টির সামছুল ইসলাম খোকন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ ও নারী ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন। আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না। তাই জাতীয় পার্টির প্রার্থীকে বেছে নিবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা তাঁর।
আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক। যে প্রতীকের মাধ্যমে দেশের আনাচে-কানাচে উন্নয়নের বন্যা বয়ে গেছে। সেটা লক্ষ্মীপুর-৩ আসনেও হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের অসমাপ্ত কাজগুলো শেষ করার আশা করেন তিনি।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
একই সঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে